TMC

Bengal Polls: কাঁথিতে বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ, দাবি ওড়াল তৃণমূল

বিজেপি-র দাবি, উত্তর কাঁথি বিধানসভার বাথুয়ারি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ পোদ্দা গ্রামের বাসিন্দা জন্মোঞ্জয় দলুই দলের সক্রিয় কর্মী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২১ ১৯:১৪
Share:

জন্মোঞ্জয় দলুই। নিজস্ব চিত্র

বিজেপি কর্মীকে রাস্তা তুলে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দৃষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটছে পূর্ব মেদিনীপুরের উত্তর কাঁথির বাথুয়ারি এলাকায়। যদিও বিজেপি-র অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

Advertisement

বিজেপি-র দাবি, উত্তর কাঁথি বিধানসভার বাথুয়ারি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ পোদ্দা গ্রামের বাসিন্দা জন্মোঞ্জয় দলুই দলের সক্রিয় কর্মী। গেরুয়া শিবিরের অভিযোগ, মঙ্গলবার সকাল ৯টা নাগাদ বাথুয়ারির সরপাই সেতু সংলগ্ন এলাকা থেকে জন্মেঞ্জয়কে অপহরণ করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এর পর দুপুর ১টা নাগাদ বাথুয়ারির তিয়াসী দিঘা এলাকায় রাস্তার পাশে অচৈতন্য এবং রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। জন্মেঞ্জয়কে উদ্ধার করে এগরায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

বিজেপি-র কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অসীম মিশ্রের অভিযোগ, ‘‘নির্বাচনে নিশ্চিত পরাজয় বুঝে হতাশা তৈরি হয়েছে তৃণমূলের মধ্যে। তাই জন্মেঞ্জয় দলুইকে তুলে নিয়ে গিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে খুন করে রাস্তার পাশে ফেলে পালিয়েছে তারা।’’ অসীমের আরও অভিযোগ, ‘‘তৃণমূল কাঁথি সাংগঠনিক জেলার ৭ টি বিধানসভা এলাকাতেই সন্ত্রাস সৃষ্টি করেছে।’’

Advertisement

বিজেপি-র অভিযোগ অস্বীকার করেছে জোড়াফুল শিবির। উওর কাঁথি বিধানসভার তৃণমূল প্রার্থী তরুণ জানা বলেন, ‘‘বিজেপি-র অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগাযোগ নেই। নন্দীগ্রাম, কাঁথি-সহ বিভিন্ন এলাকায় বিজেপি সন্ত্রাস চালাচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement