ভোটের টুকিটাকি

প্রচণ্ড রোদে প্রচারে বেরিয়ে আক্রান্ত হলেন বীজপুরের বিজেপির মহিলা প্রার্থী আলোরানি সরকার এবং দলীয় কর্মী-সমর্থকেরা। শনিবার হালিশহর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের চৌমাথা বাজারের কাছে ওই ঘটনায় অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির মহিলা কর্মীদের শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ।

Advertisement
শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৬ ০৩:১৯
Share:

মার বিজেপির মহিলা প্রার্থীকে

Advertisement

নিজস্ব সংবাদদাতা • বীজপুর

প্রচণ্ড রোদে প্রচারে বেরিয়ে আক্রান্ত হলেন বীজপুরের বিজেপির মহিলা প্রার্থী আলোরানি সরকার এবং দলীয় কর্মী-সমর্থকেরা। শনিবার হালিশহর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের চৌমাথা বাজারের কাছে ওই ঘটনায় অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির মহিলা কর্মীদের শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ। হামলায় জড়িত অভিযোগে পুলিশ স্বপন দাশগুপ্ত এবং সুদীপ্ত বসু নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। আলোরানিদেবী এবং তাঁর দলের এক মহিলা কর্মীকে কল্যাণী জেএনএম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়।

Advertisement

ব্যারাকপুরের পুলিশ কমিশনার নীরজকুমার সিংহ জানান, ঘটনায় বাকি অভিযুক্তদের খোঁজ চলছে। তৃণমূলের পক্ষ থেকেও পাল্টা অভিযোগ দায়ের হয়েছে। বীজপুরে প্রচার নিয়ে বিজেপির সঙ্গে শাসক দলের সংঘাত গোড়া থেকেই লেগে আছে। এ দিন দলীয় প্রতীক আঁকা ছাতা নিয়ে প্রচারে বেরিয়েছিলেন আলোরানিদেবীরা। তৃণমূলের ছেলেরা সেই ছাতা কেড়ে নিয়ে তাঁদের উপরে চড়াও হয় বলে অভিযোগ।

নেতাকে মার, অভিযুক্ত শাসক দল

তৃণমূল প্রভাবিত সংখ্যালঘু সংগঠনের এক নেতাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের ব্লক সভাপতির ছেলের বিরুদ্ধে। শুক্রবার রাতে নাকাশিপাড়ার ঘটনা। অভিযোগ, নাকাশিপাড়া ব্লক তৃণমূলের সভাপতি অশোক দত্তের ছেলে অভিষেক-সহ জনা তিনেক যুবক তৃণমূল প্রভাবিত বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের নেতা বাবলু শেখকে মারধর করে। তিন জনেরই বিরুদ্ধে শনিবার নাকাশিপাড়া থানায় অভিযোগ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়েছেন অশোক দত্ত।

জখম দুই

রাজনৈতিক বচসাকে কেন্দ্র করে বোমাবাজিতে জখম বাবা-ছেলে। শনিবার বীরভূমের মাড়গ্রাম থানার বিষ্ণুপুরের ঘটনা। আহত অজিত ধীবর ও তাঁর ছোট ছেলে সুব্রত ধীবরকে প্রথমে রামপুরহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। পরে তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। জামাল শেখ নামে এক যুবক গ্রেফতার হয়েছেন।

সিডি তলব

আসানসোলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী বক্তৃতার সিডি চেয়ে পাঠালো নির্বাচন কমিশন। সূত্রের খবর, সাধারণ ভাবে প্রধানমন্ত্রীর নির্বাচনী বক্তৃতার সমস্ত সিডি নির্বাচন কমিশনে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু এ বার কমিশন নিজেই প্রধানমন্ত্রীর নির্বাচনী বক্তৃতার সিডি চেয়েছে।

সন্তুষ্ট নয়

ভাঙড়ের তৃণমূল প্রার্থী রেজ্জাক মোল্লার ব্যাখ্যায় খুশি নয় নির্বাচন কমিশন। রেজ্জাক মোল্লা নির্বাচনী প্রচারে গিয়ে বলেছিলেন, ‘‘কেন্দ্রীয় বাহিনী তো তিন দিন। তার পর আমাদেরই নিরাপত্তা দিতে হবে।’’ তাই নিয়ে রেজ্জাকের কাছে ব্যাখ্যা চায় কমিশন।

ফের বৈঠক

১২ এপ্রিল ফের নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ভিডিও কনফারেন্স করবে। পরের পর্যায় অর্থাৎ, ১৭ এপ্রিল যে সব কেন্দ্রে ভোট হবে সেখানকার পর্যবেক্ষকদের সঙ্গে ফুল বেঞ্চের কথা হবে। শনিবার কমিশন সূত্রে ওই খবর জানা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement