অস্বাভাবিক ভোটের হার, কমিশনে যাচ্ছে সিপিএম

কোথাও ভোট পড়েছে ৯৯ শতাংশ! কোথাও পুরো ১০০ শতাংশ! আর এমন হার দেখেই সিপিএমের নেতৃত্বের আশঙ্কা, ভোটগ্রহণের দিন শেষবেলায় রিগিং বা কারচুপি হয়েছে। এ নিয়ে তদন্তের জন্য এ বার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে সিপিএম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৬ ০৩:৫৭
Share:

কোথাও ভোট পড়েছে ৯৯ শতাংশ! কোথাও পুরো ১০০ শতাংশ! আর এমন হার দেখেই সিপিএমের নেতৃত্বের আশঙ্কা, ভোটগ্রহণের দিন শেষবেলায় রিগিং বা কারচুপি হয়েছে। এ নিয়ে তদন্তের জন্য এ বার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে সিপিএম। ১১ এপ্রিল পরবর্তী ভোটগ্রহণের আগেই মুখ্য নির্বাচন কমিশনার নসীম জৈদীর কাছে অভিযোগ জানানো হবে। দাবি তোলা হবে, পরবর্তী দফাতেও কোথাও এই ধরনের অস্বাভাবিক ভোটের হার দেখা গেলে তারও তদন্ত করতে হবে।

Advertisement

রাজ্যের প্রথম ভোটগ্রহণের দিনে জঙ্গলমহলের বেশ কিছু বুথে ১০০ শতাংশ বা তার কাছাকাছি ভোট পড়েছে। যা একেবারেই স্বাভাবিক ঘটনা নয় বলে রায় দিয়েছেন প্রাক্তন নির্বাচন আধিকারিকরা। প্রথম দিনের ভোটে সেই ভাবে হিংসা ঘটনা ঘটেনি। আর ভোটদানের হার দেখে খুশিই হয়েছিলেন সিপিএম নেতারা। ভোটের দিন সন্ধ্যা পর্যন্ত ভোটদানের যে হিসেব কমিশন দেয়, পরে সব পরিসংখ্যান আসার পরে সাধারণত সেই হার কিছুটা বেড়ে থাকে। কিন্তু এ বারে তিন দিন পরে কমিশন যে হিসেব পেশ করেছে, তা দেখে সেখানে প্রায় তিন শতাংশ ভোট বেড়ে যাওয়াটা অস্বাভাবিক বলেই সিপিএমের মত। যদিও আজ কেশপুরে এক কর্মিসভায় সিপিএমের রাজ্য সম্পাদক তথা নারায়ণগড়ের সিপিএম প্রার্থী সূর্যকান্ত মিশ্র বলেন, “৯৯ ভাগ বুথে মানুষের জোট ভোট দিয়েছে। সব রকম সন্ত্রাস-কারচুপিকে উপেক্ষা করে ভোট দিয়েছে। ৯৯ ভাগ ভোটও বুথে হয়েছে।’’

ভোটদানের অস্বাভাবিক হার নিয়ে সিপিএম রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনার পরেই ইয়েচুরি বিষয়টি নিয়ে কমিশনের কাছে গিয়ে তদন্তের দাবি জানানোর সিদ্ধান্ত নেন।

Advertisement

শুক্রবার সেভ ডেমোক্রেসি সংগঠনের প্রতিনিধিরাও রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসারের কাছে এই নিয়ে অভিযোগ জানান। তাদের প্রতিনিধি বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘‘বুথের ভিতর রাজ্য পুলিশ এবং শাসক দলের কর্মীদের ঢোকার কয়েকটি নজির তথ্য-সহযোগে মুখ্য নির্বাচনী অফিসারের হাতে তুলে দেওয়া হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement