তারকা প্রচারে রাজ চক্রবর্তী, রুদ্রনীলেরা।— বিশ্বজিৎ রায়চৌধুরী
তারকারাই ভরসা চন্দ্রনাথের।
শহরে বাংলা সিনেমা জগতের একঝাঁক অভিনেতা-অভিনেত্রীদের পথে নামিয়ে বড় রোড-শো করলেন বোলপুরের তৃণমূল প্রার্থী চন্দ্রনাথ সিংহের। স্থানীয় ডাকবাংলো মাঠ থেকে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল শুরু হয়। টুরিস্ট লজ মোড় হয়ে জামবুনি বাসস্ট্যান্ড এবং শ্রীনিকেতন রাস্তা ধরে চৌরাস্তা হয়ে প্রায় চার কিলোমিটার শহর পরিক্রমা করে ওই ‘রোড-শো’। ‘নায়ক-নায়িকা’দের দেখতে পথ জুড়ে ভিড় করেন বোলপুরের বহু মানুষ। সেই ভিড় এবং হাজারেরও বেশি তৃণমূল কর্মী-সমর্থকদের ওই রোড-শোয়ের জেরে এলাকায় ব্যাপক যানজট লেগে যায়।
ঘটনা হল, তৃণমূলের জমানায় পুরসভার সামান্য ওয়ার্ড কাউন্সিলর থেকে শুরু করে প্রথমে বোলপুরের পুরপ্রধান এবং পরে বিধায়ক হয়ে মন্ত্রী হন চন্দ্রনাথ। তাঁর এবং তাঁর দলের দাপুটে জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের খাসতালুকে তাই এমন ‘শক্তি প্রদর্শন’ প্রত্যাশিতই ছিল বাসিন্দাদের। ইতিমধ্যেই পুরসভার ২০টি ওয়ার্ড, সংলগ্ন পঞ্চায়েত ও শান্তিনিকেতনে এলাকায় তৃণমূলের প্রচারও প্রায় শেষ লগ্নে। তাই এ বার তারকাদের মাটিতে ‘নামিয়ে’ তৃণমূল জেলার ভোটারদের চমক দেওয়ার চেষ্টা করছে বলে জেলার রাজনৈতিক বিশ্লেষকদের মত।
এ দিন নির্ধারিত সময়েরও আধ ঘণ্টা পরে বিকেল ৫টা নাগাদ শুরু হয় তারকাদের ওই ‘রোড শো’। রাস্তার দুই ধারে, বাড়ির ছাদে, বাজার হাট করতে আসা শহর ও গ্রামের বাসিন্দারা যে যেখানে পান, দাঁড়িয়ে দেখেন তৃণমূলের ওই কর্মসূচি। হাজারও কর্মী-সমর্থকদের মিছিলের কনভয়ের সামনের গাড়িতে তারকারা। কখনও পরিচালক রাজ চক্রবর্তী তো কখনও অভিনেতা অঙ্কুশ হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন। দ্বিতীয় গাড়িতে বোলপুরের বর্তমান পুরপ্রধান সুশান্ত ভকতের সঙ্গে অভিনেতা বনি এবং রুদ্রনীল ঘোষ। সকলেই তৃণমূলকে ভোট দেওয়ার আর্জি জানান।
রোড-শো দেখে তৃণমূলের নেতাদের মুখে হাসি ফুটলেও কটাক্ষ করতে ছাড়ছেন না বিরোধীরা। জেলা কংগ্রেস সভাপতি সৈয়দ সিরাজ জিম্মির বক্তব্য, ‘‘ওদের উন্নয়নের ঢাক ফুটে গিয়েছে। তাই এখন নায়ক-নায়িকাদের দেখিয়ে ভোট ভিক্ষায় নামতে হয়েছে। মানুষকে আর বোকা বানাতে পারবে না তৃণমূল।’’ বোলপুরের পরে দুবরাজপুরেও রোড-শো হয়।