দুর্নীতি দেখে লজ্জা পাচ্ছে তৃণমূলেরই লোক, অশোক

নারদ কাণ্ড নিয়ে শাসক দলের অন্দরের ক্ষোভ-বিক্ষোভ উসকে দিয়ে গেলেন সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। বললেন, ‘‘তৃণমূল সম্পর্কে বা ওদের নেতানেত্রীদের সম্পর্কে দলেই প্রশ্ন উঠে গিয়েছে।’’ তাঁর দাবি, একটা সময় ছিল, যখন তৃণমূল নেত্রীর কথা দলের সকলে মানতেন। এখন মানছেন না তো বটেই, বরং প্রতিবাদ করছেন। দুর্নীতি দেখে লজ্জাবোধ করছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাবরা শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৬ ০২:৫৩
Share:

মছলন্দপুরে অশোক ভট্টাচার্য।

নারদ কাণ্ড নিয়ে শাসক দলের অন্দরের ক্ষোভ-বিক্ষোভ উসকে দিয়ে গেলেন সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। বললেন, ‘‘তৃণমূল সম্পর্কে বা ওদের নেতানেত্রীদের সম্পর্কে দলেই প্রশ্ন উঠে গিয়েছে।’’ তাঁর দাবি, একটা সময় ছিল, যখন তৃণমূল নেত্রীর কথা দলের সকলে মানতেন। এখন মানছেন না তো বটেই, বরং প্রতিবাদ করছেন। দুর্নীতি দেখে লজ্জাবোধ করছেন।

Advertisement

বুধবার গাইঘাটার জোট প্রার্থী সিপিআইয়ের কপিলকৃষ্ণ ঠাকুরের সমর্থনে হাবরার মছলন্দপুরে নকপুলের মাঠে সভা করেন অশোকবাবু। শিলিগুড়ি থেকে আসা এই প্রবীণ বাম নেতাকে নিয়ে কর্মী-সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সভাস্থলটি খুব বড় আকারের না হলেও পুরোপুরি ভরে গিয়েছিল। গাড়ি থেকে নামার পরে অশোকবাবুকে গোলাপের মালা পরিয়ে অভ্যর্থনা জানানো হয়।

অশোকবাবুও ছিলেন খোশমেজাজে। তৃণমূলের বিরুদ্ধে চালিয়ে ব্যাট করে বলে যান, ‘‘রাজ্যে খুব কম মানুষ আছেন, যাঁরা তৃণমূলের দ্বারা আক্রান্ত বা ক্ষতিগ্রস্ত হননি।’’ গোটা দেশে এত বড় মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী আর নেই বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না নিয়েও সমালোচনা করেন তিনি। আরও বলেন, ‘‘এটা রাজ্যবাসীর দুর্ভাগ্য, রাজ্যে এটাই প্রথম ভোট, যেখানে দুর্নীতি প্রধান আলোচ্য বিষয়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement