ভোট পরবর্তী সন্ত্রাস মোকাবিলায় তাঁর বাহিনী কতটা সক্রিয় তা জানতে চেয়ে রাজ্য পুলিশের ডিজি জিএমপি রেড্ডির কাছে সোমবার আবারও রিপোর্ট চাইলেন মুখ্য নির্বাচনী কমিশনার নসীম জৈদী। কমিশন সূত্রের খবর, জেলায় জেলায় রাজনৈতিক সংঘর্ষের প্রেক্ষিতে পুলিশ কী পদক্ষেপ করেছে— চিঠিটি পেয়ে ডিজি-র দফতর তার তালিকা তৈরি করছে। পুলিশের একাংশের দাবি, ভোটের ফল ঘোষণা না হওয়া পর্যন্ত প্রশাসন কমিশনের অধীনে। তাই সব রাজনৈতিক সংঘর্ষ ঠেকানোর দায় এবং দায়বদ্ধতা কমিশনেরই। আর এ রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাস ঠেকাতে কমিশন যে বদ্ধপরিকর, তার ইঙ্গিত মিলেছে গত পাঁচ দিনে রাজ্য পুলিশের ডিজির কাছে দ্বিতীয় বার রিপোর্ট তলব করায়।