—প্রতীকী ছবি।
রাজ্যে বিধানসভা ভোটে ১৯৩টি আসনে প্রার্থী দিচ্ছে এসইউসি। তৃণমূল, বিজেপি এবং সংযুক্ত মোর্চা— তিন পক্ষকেই হারিয়ে তাদের প্রার্থীকে জেতানোর আর্জি জানিয়েছেন এসইউসি নেতৃত্ব। তাঁরা সোমবার যে প্রার্থী তালিকা প্রকাশ করেছেন, তাতে নন্দীগ্রাম, সিঙ্গুর, খেজুরির মতো কেন্দ্র রয়েছে। জয়নগরে ফের এসইউসি-র প্রার্থী হচ্ছেন তরুণকান্তি নস্কর। তিনি ২০১১ সালে ওই কেন্দ্র থেকেই জিতে বিধায়ক হয়েছিলেন। এসইউসি-র বক্তব্য, বিধানসভা ভোটে বিজেপিকে জেতানোর প্রশ্নই নেই। তৃণমূলও গত ১০ বছরে মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ। কংগ্রেসের সঙ্গে সিপিএমের জোট নিয়ে এসইউসি-র আপত্তি রয়েছে। এখন তাদের আরও অভিযোগ, বাম এবং কংগ্রেস ‘মৌলবাদী’ শক্তির হাত ধরে ‘নীতিহীন জোট’ করেছে। এই প্রেক্ষিতে -আন্দোলনের ‘প্রকৃত প্রতিনিধি’ হিসাবে তাঁদের প্রার্থীদেরই জেতানোর জন্য মানুষের কাছে আবেদন করেছেন এসইউসি নেতৃত্ব।