কৃষ্ণনগরের জনসভায় নরেন্দ্র মোদী।
শিলিগুড়ির পর কৃষ্ণনগরের জনসভা থেকে তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবারে দুটো জনসভা ছিল মোদীর। প্রথমটি শিলিগুড়ি। দ্বিতীয়টি কৃষ্ণনগরে। এই সভা থেকেও তৃণমূলকে আক্রমণ করতে ছাড়লেন না প্রধানমন্ত্রী। তিনি, বলেন, কালবৈশাখীতে উড়ে যাবে তৃণমূল আর তৃণমূলের গুন্ডারা।”
কী বললেন মোদী—
• গণতন্ত্রের উৎসবেও আপনি মা-বোনেদের চোখের জল ফেলার কারণ হয়ে দাঁড়িয়েছেন। আপনার দুর্নীতি বাংলার এই হাল করেছে।
• বিজেপি-র প্রতি ভরসা বাড়ছে বাংলার মানুষের। আমি ওঁদের চোখে সেই বিশ্বাস দেখতে পাচ্ছি।
• বিজেপি-র ডবল ইঞ্জিন সরকার বাংলায় রাজনীতির নতুন পরিবেশ দেবে।
• বছরের পর বছর যে ভয়, রক্তপাত এবং অত্যাচার হয়েছে তার থেকে মুক্তি পাবে বাংলা। গড় উঠবে সোনার বাংলা।
• বাংলায় বোন,মেয়েদের সঙ্গে অন্যায় হচ্ছে দেখেও দিদি চুপ।
• সিন্ডিকেটের খেলা শেষ হবে। টিএমসি-র খেলা শেষ হবে।
• হিংসার খেলা শেষ হবে। কাটমানির খেলা শেষ হবে। তোলাবাজির খেলা শেষ হবে।
• আপনি যত ভয় দেখানোর চেষ্টা করছেন তত মানুষ আপনাকে হারাতে একজোট হচ্ছে। বাংলার নতুন প্রজন্ম আপনাকে হারাচ্ছে, বাংলার মহিলা, গরিব, মধ্যবিত্ত আপনাকে হারাচ্ছে।
• দিদি, মনে রাখবেন, এটা ২০২১ সালের বাংলা। গণতন্ত্রের সঙ্গে আর খেলা করতে দেওয়া যাবে না।
• কেন্দ্রীয় বাহিনী গোটা দেশের নির্বাচনে যায়। সমস্যা কেন্দ্রীয় বাহিনীর নয়, আপনার হিংসার। ছাপ্পা ভোট না দিতে পারায় সমস্যা।
• দিদির কাছে মানবিকতার আশাও ছেড়ে দিয়েছে বাংলা।
• দিদি এখন পুরনো খেলা শুরু করেছেন। বাংলায় দিদি আর তৃণমূল হিংসার চেষ্টা করছে।
• দিদি নির্বাচন কমিশনকে গালি দিচ্ছেন, কেন্দ্রীয় বাহিনীকে গালি দিচ্ছেন, প্রধানমন্ত্রীকে গালি দিচ্ছেন। এখন নিজের দলের বুথ
এজেন্টদেরও গালি দিচ্ছেন।
• উন্নয়নের ডবল ইঞ্জিন চলবে বাংলায়।
• বাংলায় আর তোলাবাজি চলবে না।
• ২ মে আসল পরিবর্তন আসছে।
• কালবৈশাখীতে উড়ে যাবে তৃণমূল।