প্রচারে এসে গুরু-সাক্ষাৎ প্রধানমন্ত্রীর

কলকাতায় এসেছিলেন ভোটের প্রচারে। তবে রবিবার মহানগরীতে পা দিয়েই হাসপাতালে চিকিৎসাধীন গুরুর সঙ্গে ব্যক্তিগত সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisement
শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৬ ০৪:৩০
Share:

কলকাতায় এসেছিলেন ভোটের প্রচারে। তবে রবিবার মহানগরীতে পা দিয়েই হাসপাতালে চিকিৎসাধীন গুরুর সঙ্গে ব্যক্তিগত সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট স্বামী আত্মস্থানন্দ অসুস্থ হয়ে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে আছেন। তাঁর সচিব স্বামী বিমলাত্মানন্দ জানান, বিমানবন্দরে নামার পরে, বেলা পৌনে ৩টে নাগাদ সোজা হাসপাতালে পৌঁছে যান মোদী। সেখানে মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুহিতানন্দ তাঁকে উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান। তার পরে গুরুর কেবিনে যান মোদী। স্বামী আত্মস্থানন্দের শয্যার পাশে বসেন মিনিট দশেক। শিষ্যের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন গুরু। মঠের তরফে শ্রীশ্রী রামকৃষ্ণদেবের প্রসাদী ধুতি উপহার দেওয়া হয় প্রধানমন্ত্রীকে। পায়েস ও ডাবের জল খান মোদী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement