অনেকেই বলছেন মন্ত্রী হতে পারি, নারদা টেপে কাকলি ‘বয়ান’

ম্যাথু স্যামুয়েলের সঙ্গে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের কথোপকথনের অসম্পাদিত ভিডিও শুক্রবার প্রকাশ করল নারদ নিউজ। আনন্দবাজারের পক্ষে থেকে অবশ্য এই ভিডিওটির সত্যতা যাচাই করা হয়নি।ম্যাথু স্যামুয়েলের সঙ্গে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের কথোপকথনের অসম্পাদিত ভিডিও শুক্রবার প্রকাশ করল নারদ নিউজ। আনন্দবাজারের পক্ষে থেকে অবশ্য এই ভিডিওটির সত্যতা যাচাই করা হয়নি।

Advertisement
শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৬ ০৪:০৪
Share:

কাকলি: বসুন। চেন্নাই থেকে কেউ আসবে শুনেছিলাম।

Advertisement

ম্যাথু: আমিই সে। এই আমার কার্ড। ২৫টি বড় কোম্পানির হয়ে আমি কাজ করি। আসলে লবি করি, যাতে তারা কাজ পায়।

কাকলি: ওকে... আচ্ছা।

Advertisement

ম্যাথু: আমরা ভোটের সময়ে কিছু টাকাকড়ি দিয়ে আপনাদের সমর্থন করছি।

কাকলি: ওকে।

ম্যাথু: আমি কি আপনাকে টাকাটা দেব?

কাকলি: সুলতান বোধ হয় আপনার কথাই বলেছিল। সন্তোষ...

ম্যাথু: আমিই সন্তোষ। আপনার জন্য ৫ লাখ নিয়ে এসেছি। এটা অ্যাডভান্স।

কাকলি: দিন।

(টেবিলে বেশ পাঁচশো টাকার বেশ কয়েকটি বান্ডিল রাখেন ম্যাথু)

ম্যাথু: আর কোনও সাহায্য লাগলে বলবেন।

কাকলি: (টাকার বান্ডিল সরিয়ে রাখতে রাখতে) এই মুহূর্তে আর কিছু লাগবে না।

ম্যাথু: যদি পরে লাগে জানাবেন। আরও টাকা...

কাকলি: নিশ্চয়ই নিশ্চয়ই... ঠিক আছে।...

ম্যাথু: ...ভোটে একটা বড় শক্তি হিসেবে উঠে আসছে তৃণমূল কংগ্রেস।

কাকলি: অবশ্যই। অবশ্যই।

ম্যাথু: এই জন্যই আমরা আপনাদের

কাছে এসেছি।

কাকলি: ভোটের ফল কী হতে পারে? আপনারা কী মনে করছেন?

ম্যাথু: আমার দৃঢ় বিশ্বাস— তৃণমূলকে বাদ দিয়ে কেউ সরকার গড়তে পারবে না।

কাকলি: সেটা একেবারে সত্যি।

ম্যাথু: আমরা ক্ষমতাধর কয়েক জন সাংসদের তালিকা তৈরি করেছি। আপনিও আছেন।

কাকলি: ও... তাই?

ম্যাথু: ভোটের সময়ে আপনাদের টাকার দরকার হয়। যা খরচ বেড়েছে এখন!

কাকলি: এ বার তো বেশি ঝামেলা। এ বারের ভোটটা চতুর্মুখী।

ম্যাথু: কিন্তু আপনি অন্তত লাখখানেক ভোটে জিতবেন।

কাকলি: এক লাখ? আমি অন্তত দু’লাখ ভোটে জিতব। একেবারে নিশ্চিত।...

ম্যাথু: তা হলে তো আপনি মন্ত্রী হচ্ছেন। হা হা হা হা

কাকলি: হা হা হা হা । ভগবানই জানেন। তবে এটা অনেকেই আমাকে বলছেন বটে...

ম্যাথু: তবে আমরা আপনার সমর্থন চাই।

কাকলি: অনেকেই আমাকে বলছেন, তুমি মন্ত্রী হতে পারো। দেখা যাক কী হয়।

ম্যাথু: যদি আরও টাকার দরকার হয়, আমাকে শুধু একটা ফোন করবেন। আমি দশ দিন আছি কলকাতায়।

কাকলি: (কার্ডটা তুলে দেখেন) ঠিক আছে। লাগলে আমি ফোন করে দেব। নিশ্চয়ই করব।

ম্যাথু: আমি তক্ষুণি এসে আপনাকে দিয়ে যাব।

কাকলি: ঠি-ই-ক আছে!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement