Mamata Banerjee

WB Polls: প্রচারে তোপ: ‘এত বড় গণহত্যা আগে কখনও হয়নি’, জলপাইগুড়ির জনসভায় মমতা

তিনি বলেন, “ধিক্কার জানাই এই গণহত্যার নায়কদের। যারা গুলি করে লোক মারে তাদের ভোট পাওয়ার কোনও যোগ্যতা নেই।”

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২১ ১২:৩১
Share:

নাগরাকাটার জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়।

যারা গুলি করে লোক মারে তাদের ভোট পাওয়ার কোনও যোগ্যতা নেই। রবিবার জলপাইগুড়ির নাগরাকাটার সভা থেকে বিজেপি-র বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।শনিবারই উত্তরবঙ্গের শিলিগুড়িতে যান তিনি। রবিবার নিহতদের পরিবারের সঙ্গে দেখা করার কথা ছিল তাঁর। কিন্তু শনিবার রাতে নির্বাচন কমিশন নির্দেশ জারি করে ৭২ ঘণ্টা কোচবিহারে কোনও রাজনৈতিক নেতা যেতে পারবেন না। তিনি সেখানে না গেলেও শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক থেকে নিহতদের পরিবারের সঙ্গে ভিডিয়ো কলে কথা বলেন।

Advertisement

কী বললেন মমতা—

• আমরা যখন লড়ি, আমরা ভয় পাই না। আমাদের সঙ্গে যারা পাঙ্গা নিতে আসবে তারা ভেঙে টুকরো হয়ে যাবে।

Advertisement

• যারা গুলি করে লোক মারে তাদের ভোট পাওয়ার কোনও যোগ্যতা নেই।

• তফসিলি ভাইবোনেরা বিজেপি আপনাদের নিয়ে রাজনীতি করছে।

• আমরা নরেন্দ্র মোদীকে, বিজেপি-কে জিততে দেব না।

• অন্যায়ের বিরুদ্ধে, উন্নয়নের পক্ষে তৃণমূলকে ভোট দিন।

• নো বুলেট, অনলি ব্যালট।

• নরেন্দ্র মোদীজি আর কত হত্যা হবে। জোর করে বাংলা দখল? আপনি মন করেন জোর করে বাংলাকে গুজরাত বানাবেন? প্রথমে নিজের চেহারাটা আয়নায় দেখুন।

• এই ভাবে তরুণদের গুলি করে মেরে দিচ্ছে।

• পুলিশের গুলিতে যাঁরা মারা গেছেন তাঁদের পরিবারকে সব রকম সাহায্য করব।

• নির্বাচন কমিশন বলছে শীতলকুচিতে যেতে পারবেন না। আমি যাবই।

• ধিক্কার জানাই এই গণহত্যার নায়কদের।

• এমন গুলি চালিয়েছে যে এত বড় গণহত্যা আগে কখনও হয়নি। গণতন্ত্রের হত্যা, গণহত্যা।

• শীতলকুচিতে গুলি চালিয়ে চার জনকে মেরে দেওয়া হয়েছে।

• আগামী দিনে আমরা আরও কাজ করব।

• মায়েদের হাতখরচের জন্য টাকা দওয়া হবে।

• আপনারা যদি এটাও চান যে আপনাদের বাড়িতে রেশন পৌঁছনো দরকার। আমরা তা-ও করব।

• আপনারা বিনামূল্যে রেশন চান? তা হলে তৃণমূলকে ভোট দিন। বিজেপি এলে পাবেন না। ওরা সব বন্ধ করে দেবে।

• চা শ্রমিকদের বিনামূল্যে চাল, শিক্ষা, পানীয় জল দিচ্ছি।

• বিজেপি বলেছে চা বাগান খুল দেবে। ওরা দেয়নি। আমি খুলে দিয়েছি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement