Mamata Banerjee

Bengal Polls: প্রচারে তোপ: যারা গুন্ডামি করছে তাদের রাজনৈতিক ভাবে কবর দিন, সোনাচূড়ার জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা

ওই জনসভা থেকে মমতা আরও বলেন, “বিজেপি-কে নন্দীগ্রাম থেকে বাংলা পর্যন্ত একেবারে বোল্ড আউট করে দিন।”

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২১ ১২:২৮
Share:

সোনাচূড়ার জনসভায় মমতা। ছবি সৌজন্য ফেসবুক।

আগামী ১ এপ্রিল দ্বিতীয় দফার ভোট। এই দফায় জঙ্গলমহলের তিন জেলা— পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় ভোট রয়েছে মোট ২৭টি আসনে। পাশাপাশি এই দফায় ভোট হবে দক্ষিণ ২৪ পরগনার ৪টি আসনে।

Advertisement

দ্বিতীয় দফার ভোটের আগে প্রচারের শেষ লগ্নে তাই নিজেদের শক্তি উজাড় করে দেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এই দফায় ভোট হবে এ বারের নির্বাচনের সবচেয়ে ‘হাই ভোল্টেজ’ কেন্দ্র পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। যে কেন্দ্র এ বার নির্বাচনের সমস্ত আকর্ষণের কেন্দ্রবিন্দু। এই কেন্দ্রেই এক দিকে প্রার্থী তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্য দিকে, তাঁরই প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বিজেপি-র প্রার্থী শুভেন্দু অধিকারী। দ্বিতীয় দফার ভোটের আগে তাই গত কয়েক দিন ধরে পূর্ব মেদিনীপুরের নানা প্রান্তে প্রচার চালিয়েছেন দু’জনেই।

শেষ লগ্নে তাই প্রচারের ধার আরও বাড়াতে চলেছে যুযুধান দুই প্রতিপক্ষই। মঙ্গলবার ভাঙাবেড়া শহীদ বেদী থেকে সোনাচূড়া বাজার পর্যন্ত রোড-শো করেন মমতা। ৩ কিলোমিটার হুইলচেয়ার করেই ঘোরেন তৃণমূল নেত্রী। সোনাচূড়ায় একটি জনসভা করেন তিনি।

Advertisement

কী বললেন মমতা—

• ৪৮ ঘণ্টা মাথা ঠান্ডা। ভাল করে ভোটটা করে নিন। তার পরে পান্ডাদের অধিকার কী ভাবে কাড়তে হয় বাংলার মানুষ তা ভাল ভাবে জানেন।

• কুল কুল, কুল কুল তৃণমূল, ঠান্ডা ঠান্ডা কুল কুল, আর ভোট পাবে জোড়া ফুল।

• মাথা ঠান্ডা করে ভোট দিন।

• ভোটের সময় কষ্ট করে কোনও অশান্তি, দাঙ্গায় না গিয়ে ভোট দিন।

• পুলিশ অত্যাচার করছে জানি। বাইরে থেকে পুলিশ নিয়ে দালালি করতে এসেছে। ভয় পাবেন না। ওরা ক’দিন। তার পর তো পগার পার। তার পর তো আপনারাই থাকবেন। কেন চিন্তা করছেন।

• হলদিয়াতে ৫০ হাজার লোকের চাকরি হবে। হলদিয়ার ছেলেমেয়েদের যেমন চাকরি হবে, নন্দীগ্রামের ছেলেমেয়েদেরও চাকরি হবে।

• বিনা পয়সায় খাদ্য পাই। আর ৯০০টাকায় গ্যাস! ওদের জিজ্ঞাসা করুন।

• হাজার হাজার টাকা চুরি করেছে গদ্দার। টাকা দিলে খরচ করুন। আর বিজেপি-কে ভোটের খাতায় খরচ করুন।

• টাকা দিলে খেয়ে নেবেন। শাড়ি দিলে পর্দা বানিয়ে নেবেন।

• বিজেপি-কে নন্দীগ্রাম থেকে বাংলা পর্যন্ত একেবারে বোল্ড আউট করে দিন।

• যারা গুন্ডামি করছে তাদের রাজনৈতিক ভাবে কবর দিন।

• আমি যখন এক বার ঢুকেছি, আর বেরোচ্ছি না নন্দীগ্রাম থেকে।

• নির্বাচন কমিশনকে অনুরোধ করব কেন বিহার উত্তরপ্রদেশের গুন্ডাদের এখানে অনুমতি দেওয়া হচ্ছে।

• বিহার, উত্তরপ্রদেশ থেকে গুন্ডাদের নিয়ে আসছে।

• কেউ ভয় দেখালে ভয় পাবেন না।

• আমি নন্দীগ্রামে দাঁড়িয়েছি কারণ আমি নন্দীগ্রামের ভূমিকে প্রণাম জানাই।

• গ্যাসের দাম, ডিজেলের দাম বাড়াচ্ছে।

• আমার কাছে খবর আছে নিজেদের একটা মেয়েকে খুন করবে। তার পর তৃণমূলের উপর দোষ চাপাবে। দাঙ্গা লাগিয়ে দেওয়ার চেষ্টা করবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement