জামুড়িয়ার সিপিএম প্রার্থী ঐশী ঘোষ ফাইল চিত্র।
রাজ্যে ১২টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল সিপিআই (এম-এল) লিবারেশন। তার মধ্যে অর্ধেক আসনই তফসিলি জাতি ও জনজাতির জন্য সংরক্ষিত। লিবারেশন নেতৃত্ব জানিয়েছেন, বিজেপিকে পরাস্ত করাই তাঁদের মূল লক্ষ্য। গত বার যে আসনগুলি বামফ্রন্ট জিতেছিল, তার মধ্যে জামালপুর বাদে বাকিগুলিতে তাঁরা বামফ্রন্টকেই সমর্থন করছেন। জামালপুরে লিবারেশনের প্রার্থী আছে। তারই পাশাপাশি, লিবারেশনের পলিটবুরো সদস্য কার্তিক পাল বৃহস্পতিবার বলেছেন, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ( জেএনইউ) বিজেপি-বিরোধী আন্দোলনের মুখ, জামুড়িয়ার সিপিএম প্রার্থী ঐশী ঘোষ এবং নাগরিকত্ব সুরক্ষা আন্দোলনের অন্যতম সৈনিক, গাইঘাটার সিপিআই প্রার্থী কপিলকৃষ্ণ ঠাকুরকে তাঁরা সমর্থন দিচ্ছেন। অন্যান্য আসনে বামপন্থীদের সমর্থন করার বিষয়টি ‘বিবেচনাধীন’ বলে কার্তিকবাবুদের বক্তব্য। অন্য দিকে, করোনা আক্রান্ত হওয়ার পর থেকে প্রায় তিন মাস হাসপাতালে বন্দি লিবারেশনের রাজ্য সম্পাদক পার্থ ঘোষ বিবৃতি দিয়ে বলেছেন, ‘রাজ্যের পার্টিকর্মী, দরদি, শুভার্থী এবং সেই সঙ্গে বাংলার বামপন্থী বিবেক ও গণতান্ত্রিক চেতনাসম্পন্ন মানুষ বিজেপিকে এক ইঞ্চি জায়গা ছেড়ে দেবেন না, এই বিশ্বাস আমাদের আছে’।