রেজ্জাককে ক্ষমা করে দিলাম, বললেন মুনমুন

রাজনীতিতে তারকাদের আসা নিয়ে সমালোচনা করতে গিয়ে দলীয় সাংসদ মুনমুন সেন থেকে শুরু করে দেবের নাম করে সমালোচনা করেছিলেন তৃণমূল প্রার্থী রেজ্জাক মোল্লা। এ বারে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে রেজ্জাক মোল্লার সমালোচনার জবাব দিলেন মুনমুন সেন। মঙ্গলবার সন্ধ্যায় হলদিয়ার ব্রজলাল চকে মহিষাদলের দলীয় প্রার্থী সুদর্শন ঘোষদস্তিদারের সমর্থনে এক সভায় এসে রেজ্জাক মোল্লার মন্তব্যের জবাব দেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হলদিয়া শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০১৬ ২২:২২
Share:

রাজনীতিতে তারকাদের আসা নিয়ে সমালোচনা করতে গিয়ে দলীয় সাংসদ মুনমুন সেন থেকে শুরু করে দেবের নাম করে সমালোচনা করেছিলেন তৃণমূল প্রার্থী রেজ্জাক মোল্লা। এ বারে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে রেজ্জাক মোল্লার সমালোচনার জবাব দিলেন মুনমুন সেন। মঙ্গলবার সন্ধ্যায় হলদিয়ার ব্রজলাল চকে মহিষাদলের দলীয় প্রার্থী সুদর্শন ঘোষদস্তিদারের সমর্থনে এক সভায় এসে রেজ্জাক মোল্লার মন্তব্যের জবাব দেন। মুনমুন বলেন, “হয়তো তিনি ঠিকই বলেছেন তাঁর তরফ থেকে। তিনি একদম গ্রাম্য মানুষ। হয়তো কোনও অভিনেতা-অভিনেত্রীকে দেখেননি আগে। সে জন্য বলছেন ওরা (রাজনীতিতে) আসে।” তবে বিজেপি নেত্রী রুপা গঙ্গোপাধ্যায়কে নিয়ে দলীয় প্রার্থী রেজ্জাক মোল্লার কুরুচিকর মন্তব্য প্রসঙ্গে এ দিন অবশ্য মুনমুন সেন কোনও মন্তব্য করতে চাননি।

Advertisement

অভিনেতা-অভিনেত্রীদের তৃণমূলে আসার বিষয়ে বিরোধীদের সমালোচনার জবাব দিয়েছেন মুনমুন সেন। তাঁর বক্তব্য, “আমি বিভিন্ন সময়ে শুনি, বিরোধীরা বলছেন অভিনেতা-অভিনেত্রীদের পার্টিতে নিয়ে ওরা (তৃণমূল) কী করবে? আমি বলি পার্টির কাজ তো সিম্পল। মানুষের জন্য ভাল কাজ করা। এটা শিখতে কত ক্ষণ?

রেজ্জাক মোল্লা আপনাদের দলের প্রার্থী হয়েও আপনাদের বিরুদ্ধে বললেন? কী বলবেন? মুনমুনের জবাব, “তিনি দীর্ঘ দিন অন্য পার্টিতে ছিলেন। হয়তো সে জন্য ভুলে গিয়েছেন। তাঁকে ক্ষমা করে দিলাম, ব্যস।” রেজ্জাক মোল্লা যে এই প্রশ্নে আগেই ক্ষমা চেয়েছেন সে কথাও মুনমুন বলেন।

Advertisement

এ দিন ব্রজলাল চকের সভায় মুনমুন সেন ছাড়াও সুদর্শন ঘোষদস্তিদার, কাকলি ঘোষদস্তিদার প্রমুখ ভাষণ দেন।

সভা শেষে নারদা ইস্যুতে সাংবাদিকদের কাকলিদেবী বলেন, “৩৪ বছর ধরে সিপিএম রাজ্যে উন্নয়ন করেনি। মমতা বন্দোপাধ্যায় পাঁচ বছরে রাজ্যের ব্যাপক উন্নয়ন করেছেন। তাই বিরোধীরা সমালোচনা করার ইস্যু না পেয়ে মিথ্যা বিষয় নিয়ে সমালোচনা করছে। এটা (নারদা) বিচারাধীন বিষয়। বিচার শেষে দেখবেন বিরোধীরা মুখ লুকনোর জায়গা পাবে না।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement