মেয়র শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে রান্নার প্রস্তুতি। শৌভিক দে-র তোলা ছবি।
জোটে ভোজ।
ভোজে জোট।
ভোটের শহরে হাত আর কাস্তে-হাতুড়ি-তারার জোটের সঙ্গেই এ এক অন্য যুগলবন্দি।
শনিবার, বিধানসভা ভোটের ষষ্ঠ দফার দিনে খিদিরপুর এলাকার ৭৭ নম্বর ওয়ার্ডে হাজি মহম্মদ মহসীন স্কুলের বুথ। লাগোয়া আবাসনের নীচে থরে থরে প্যাকেটবন্দি করা হচ্ছিল ধোঁয়া-ওঠা চিকেন বিরিয়ানি। কাদের জন্য? আয়োজনকারী এস এস ক্যাটারারের তরফে হাজি ইমরানের জবাবে রীতিমতো চমক— ‘‘এখান থেকেই ভবানীপুরে খোদ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে গিয়েছে ৪ হাজার প্যাকেট। এবং প্রতিদ্বন্দ্বী জোটপ্রার্থী দীপা দাসমুন্সীর দলীয় কর্মীদের জন্য আরও ২ হাজার।’’
দুপুর গড়াতেই ওই একই ছাদের নীচ থেকে ১২০০ প্যাকেট বিরিয়ানি চলল ৮০ নম্বর ওয়ার্ডে। গাড়ি ভর্তি করে নিয়ে গেলেন সেখানকার তৃণমূল কাউন্সিলর আনোয়ার খানের ভাই।
ভবানীপুর যদুবাবুর বাজারের কাছে জোটের বুথ ক্যাম্পে এলাহি ভোজের আয়োজন। চার পাশ বিরিয়ানির গন্ধে ম ম। সিপিএম সমর্থক বললেন, ‘‘আমরা চেয়েছিলাম, ফ্রায়েড রাইস-চিলি চিকেন হোক। কিন্তু কংগ্রেস কর্মীরা বললেন, বিরিয়ানি বানান।’’ অতএব।
বেহালা পশ্চিম কেন্দ্রের মধ্যে বাড়ি মেয়র শোভন চট্টোপাধ্যায়ের। নিজে তৃণমূলের প্রার্থী হয়েছেন বেহালা পূর্ব কেন্দ্রে। শোভনবাবুর বাড়িতে অবশ্য ঢালাও বিরিয়ানি রান্না হল স্থানীয় ১৩১ এবং ১৩২ নম্বর ওয়ার্ডের দলীয় কর্মীদের জন্য। সকাল থেকেই রাশি রাশি আলু কেটে রাখা। বাড়ির পাঁচিলের গায়ে পেল্লায় উনুনে দুপুর হতে না হতেই চড়ল হাঁড়ি। বিরিয়ানি রাঁধতে হাজির ছিলেন চার জন ঠাকুর।
বেহালা পূর্ব কেন্দ্রের কর্মীরাও অবশ্য পিছিয়ে পড়েননি একটুও। স্থানীয় কাউন্সিলরের উদ্যোগে একটি ওয়ার্ডে মেনুতে ছিল ফুলকো লুচি আর মাংস। শেষ পাতে মিষ্টিতে মধুরেণ সমাপয়েৎ।
ঢালাও খাওয়া-দাওয়া চলেছে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রেও। তপ্ত দুপুরে ভোটের আঁচ। পেটের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে তাই মুরগির মাংসের পাতলা ঝোল আর ভাতেই আস্থা ছিল জোটের। সাধে-স্বাদে তাদের সঙ্গে জোট বেঁধেছে তৃণমূলও। ৮৫ নম্বর ওয়ার্ডে তাদের দলীয় কর্মীদেরও জন্য এ দিন মাংস-ভাতেরই ব্যবস্থা ছিল।
সেখানেই ৬০, ৬১, ৬৫ নম্বর ওয়ার্ডে অবশ্য গরমকে থোড়াই কেয়ার করেই বিরিয়ানিতে পেটপুজো সেরেছেন জোটের কর্মীরা।
ভবানীপুরে সাধ ছিল। স্বাদের জোট করতে গিয়ে হয়ে ওঠেনি। বালিগঞ্জে সিপিএম অবশ্য কংগ্রেসের সঙ্গে
ভোজ সেরেছেন মনপসন্দ ফ্রায়েড রাইস-চিলি চিকেনেই।