দিনভর সঙ্গী ভিড়, ময়ূরেশ্বর দাপিয়ে বেড়ালেন লকেট চট্টোপাধ্যায়

সবে বুথ থেকে ভোট দিয়ে বেরিয়েছেন দু’জনে। মা ও মেয়ে। ঠিক তখনই হাজির ময়ূরেশ্বরের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। প্রার্থীকে দেখে বুথের বাইরেই তাঁকে ‘অল দ্য বেস্ট’ বলে জড়িয়ে ধরলেন দু’জনে। শুভেচ্ছা-হাসি বিনিময়ের পরে প্রার্থী ঢুকে গেলেন বুথের ভিতরে। খুশিতে ডগোমগো অন্য দু’জন ধরলেন বাড়ির পথ।

Advertisement

শান্তনু ঘোষ

ময়ূরেশ্বর শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০১৬ ১৫:২৭
Share:

বুথের ভেতরে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়।—নিজস্ব চিত্র।

সবে বুথ থেকে ভোট দিয়ে বেরিয়েছেন দু’জনে। মা ও মেয়ে। ঠিক তখনই হাজির ময়ূরেশ্বরের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। প্রার্থীকে দেখে বুথের বাইরেই তাঁকে ‘অল দ্য বেস্ট’ বলে জড়িয়ে ধরলেন দু’জনে। শুভেচ্ছা-হাসি বিনিময়ের পরে প্রার্থী ঢুকে গেলেন বুথের ভিতরে। খুশিতে ডগোমগো অন্য দু’জন ধরলেন বাড়ির পথ।

Advertisement

শুধু মল্লারপুরের রায়পাড়ার ওই বুথই নয়, সকাল থেকেই লকেট যেখানে গিয়েছেন, সেখানেই এমন দৃশ্য নজরে এসেছে। একটা ভিড় যেন সারাক্ষণ তাঁকে ঘিরে রেখেছে। ভোটের দিন মানুষ প্রার্থী দেখছেন, নাকি অভিনেত্রীকে দেখতে ভিড় জমাচ্ছেন, সেটা না বুঝতে পেরে যদিও কালঘাম ছোটার জোগাড় শাসক দলের বুথ এজেন্টদের। কোনও কোনও জায়গায় তো আবার তাঁরাও তারকা প্রার্থী কে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। তবে, নায়িকার প্রতি সমীহ দেখাতে ভুলে যাননি তাঁরা।

সকাল সাড়ে ১০টা। লোকপাড়া উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের বুথ। বিজেপি-র কোনও নির্বাচনী এজেন্ট সেখানে নেই। অথচ লকেট সেই বুথে ঢোকা মাত্রই হাসি দেখা গেল তৃণমূলের বুথ এজেন্টদের মুখে। তৃণমূলের এক বুথ এজেন্ট প্রভাকর মণ্ডল তো বলেই ফেললেন, ‘‘দিদি এসেছেন ভালই হয়েছে। তবে ৭৫ শতাংশ ভোট তো পড়েই গিয়েছে।’’ এর পরেই অভিযোগ ওঠে, পদ্ম চিহ্নের ব্যাজ পরে বুথের ভেতরে ঢুকেছেন লকেট। গৌরাঙ্গ ধীবর নামে এক তৃণমূল এজেন্ট লকেটের উদ্দেশে চিত্কার জুড়ে দেন, ‘‘আপনি কেন ব্যাজ পরে বুথে ঢুকবেন? এ ভাবে ব্যাজ পরে বুথে ঢুকে ভোটারদের প্রভাবিত করছেন কেন?’’ লকেটও পাল্টা জানতে চান, ‘‘এমন কোনও নিয়ম আছে না কি?’’ এ সবের মধ্যেই দু’পক্ষ বুথের বাইরে চলে আসে। এর পরে সেখানে আসেন তৃণমূলের যুব সভাপতি। নিজেদের বুথ এজেন্টকে ধমক দিয়ে তিনি বলেন, ‘‘একদম চেঁচামেচি করবি না। বুথ ছেড়ে কেন বেরোলি?’’ গৌরাঙ্গবাবু তত ক্ষণে অভিযোগ তুলেছেন, ‘‘বিজেপি প্রার্থী বুথের ভেতর ঢুকে ভোটারদের ভোট দিতে বলেছেন।’’ লকেট সে দাবি খারিজ করে পাল্টা প্রশ্ন তুলেছেন, ‘‘কোথায় ভোট দিতে বললাম? আপনি মিথ্যা কথা বলছেন।’’ এর পরেই ওই তৃণমূল নেতা বলেন, ‘‘দিদি আপনার সম্মান আছে। এ ভাবে চিত্কার চেঁচামেচির কোনও দরকার নেই। আপনি যদি ভোট চেয়ে থাকেন তবে ঠিক করেননি। আর, আমাদের ছেলেরা যদি মিথ্যা কথা বলে থাকে, তবে তারাও অন্যায় করেছে।’’ এর পরে লকেট বুথ ছেড়ে চলে যান।

Advertisement

রবিবার সকাল থেকেই ময়ূরেশ্বরের মল্লারপুর, ষাটপলশা, কালেশ্বর— একের পর এক জায়গায় ঘুরে বেড়িয়েছেন লকেট। প্রত্যেক জায়গাতেই ভোট দিতে আসা মানুষের লম্বা লাইন। কেন্দ্রীয় বাহিনীকেও আগের দুই ভোটের দিনের তুলনায় যথেষ্ট সক্রিয় দেখা গিয়েছে। বুথের ভেতর কোনও ভাবেই ভিড় করতে দিচ্ছেন না তাঁরা। কোথাও সেই ভাবে কোনও অভিযোগও নেই। ময়ূরেশ্বরের সিপিএম প্রার্থী অরূপ বাগ যেমন জানিয়ে দিলেন, ‘‘ভোট শান্তিপূর্ণ হচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement