প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। ফাইল চিত্র।
বিধানসভা ভোটে এমআইএম-এর সঙ্গে কংগ্রেসের কোনও রকম সমঝোতার সম্ভাবনা ফের খারিজ করে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সেই সঙ্গেই তাঁর বক্তব্য, আসাদউদ্দিন ওয়াইসির এমআইএম-এর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ সমঝোতা রয়েছে, এমন কোনও দলের সঙ্গে কংগ্রেস বা বাম জোট করতে পারে না। কারণ, তারা ধর্মনিরপেক্ষতার আদর্শ মেনে চলে। অন্য দিকে, আবার আইএসএফের আব্বাস সিদ্দিকি খোলসা করতে বলতে নারাজ যে, তাঁরা এমআইএম-এর সঙ্গে কোনও সমঝোতার কথা ভাবছেন না। তাঁর বরং মত, বিহারের অভিজ্ঞতা মাথায় রেখে বিজেপির সুবিধার রাস্তা বন্ধ করতে সকলের ঐক্যবদ্ধ হওয়া উচিত। ফলে, জোট-শিবিরে জটিলতা রয়েই যাচ্ছে। মুর্শিদাবাদের সুতির অরঙ্গাবাদে বুধবার অধীরবাবু সরাসরিই বলেছেন, ‘‘এমআইএম একটি সাম্প্রদায়িক দল। তার সঙ্গে কোনও সমঝোতা করা হবে না। তাতে যদি কেউ কংগ্রেসের সঙ্গে জোটে না আসে, তবে আসবে না। এটাই কংগ্রেসের অবস্থান।’’