সবংয়ে রিগিংয়ের ছক, কমিশনে দাবি মানসের

ভূতের উপদ্রব আশঙ্কা করে ওঝাকে আগাম এত্তেলা পাঠাল কংগ্রেস ! পশ্চিম মেদিনীপুরের সবং বিধানসভা কেন্দ্রের মধ্যে ২৮টি বুথকে অরক্ষিত রেখে শাসক দল এবং স্থানীয় পুলিশ-প্রশাসন ভোট লুঠের ছক কষছে বলে অভিযোগ করে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করলেন কংগ্রেস প্রার্থী মানস ভুঁইয়া।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৬ ২৩:০৪
Share:

ভূতের উপদ্রব আশঙ্কা করে ওঝাকে আগাম এত্তেলা পাঠাল কংগ্রেস!

Advertisement

পশ্চিম মেদিনীপুরের সবং বিধানসভা কেন্দ্রের মধ্যে ২৮টি বুথকে অরক্ষিত রেখে শাসক দল এবং স্থানীয় পুলিশ-প্রশাসন ভোট লুঠের ছক কষছে বলে অভিযোগ করে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করলেন কংগ্রেস প্রার্থী মানস ভুঁইয়া। কমিশনকে চিঠি দিয়ে তিনি জানিয়েছেন, সবং ব্লকের মধ্যে ভেমুয়া ও মোহাড় গ্রাম পঞ্চায়েত এলাকায় পুলিশের কোনও সেক্টর অফিস রাখা হয়নি। ফলে, ওই দুই এলাকায় কেন্দ্রীয় বাহিনীকে রাখা হচ্ছে না। কোনও দরকারে খবর পাঠানো হলেও কেন্দ্রীয় বাহিনীকে একটি ক্ষেত্রে ১০ এবং অন্য ক্ষেত্রে প্রায় ১২ কিলোমিটার দূর থেকে আসতে হবে। স্থানীয় পুলিশ-প্রশাসন কেন এমন ব্যবস্থা করছে, তা নিয়ে প্রশ্ন তুলেই কমিশনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন বর্ষীয়ান কংগ্রেস বিধায়ক।

মানসবাবুর বক্তব্য, ‘‘ভেমুয়া ও মোহাড় এলাকার রেকর্ড খুব বিপজ্জনক। গত পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে ওখানকার ২৮টি বুথে তৃণমূলের দুষ্কৃতীরা দাপিয়ে বেড়িয়েছিল। এ বারও কেন্দ্রীয় বাহিনীকে দূরে রাখার জন্য স্থানীয় পুলিশ-প্রশাসনের তরফে চক্রান্ত হচ্ছে! মানুষের আস্থা ফেরাতে কমিশনকে সতর্ক হয়ে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে।’’ প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে ওই বুথগুলিতে শাসক দল একতরফা ভোট পেয়েছিল। আর বিরোধীদের খাতায় পড়েছিল নামমাত্র ভোট! সবং পঞ্চায়েত সমিতির সভাপতি অমল পণ্ডার দাবি, ওই দু’টি এলাকার জন্যসেক্টর অফিস খুলে শ্যামসুন্দরপুর উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রীয় বাহিনীকে রাখার ব্যবস্থা করাই যেত। তৃণমূলের রাজ্য নেতৃত্বের তরফে অবশ্য পাল্টা কটাক্ষ করা হয়েছে, হারের ভয়ে বিরোধীরা আগাম নানা অভিযোগ করছে!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement