ফ্লেক্স-তরজা রাজারহাটে

রাজারহাট-গোপালপুর বিধানসভা কেন্দ্রে ফের নির্বাচনী ফ্লেক্সকে কেন্দ্র করে তরজায় জড়িয়ে পড়ল তৃণমূল ও সিপিএম। শুক্রবার রাতে ওই কেন্দ্রের জপুরে সিপিএম প্রার্থী নেপালদেব ভট্টাচার্যের শ’দেড়েক ফ্লেক্স তৃণমূল কর্মী- সমর্থকেরা ব্লে়ড দিয়ে কেটে দিয়েছে বলে অভিযোগ করেছে সিপিএম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৬ ০৩:০৭
Share:

রাজারহাট-গোপালপুর বিধানসভা কেন্দ্রে ফের নির্বাচনী ফ্লেক্সকে কেন্দ্র করে তরজায় জড়িয়ে পড়ল তৃণমূল ও সিপিএম। শুক্রবার রাতে ওই কেন্দ্রের জপুরে সিপিএম প্রার্থী নেপালদেব ভট্টাচার্যের শ’দেড়েক ফ্লেক্স তৃণমূল কর্মী- সমর্থকেরা ব্লে়ড দিয়ে কেটে দিয়েছে বলে অভিযোগ করেছে সিপিএম। নেপালবাবুর অভিযোগ,‘‘গভীর রাতে একটি অটোয় চেপে এসে তৃণমূলের লোকজন জপুরের সব ফ্লেক্স নষ্ট করে খালে ফেলে দিয়েছে। আমরা নির্বাচন কমিশন আর পুলিশের কাছে অভিযোগ করেছি।’’

Advertisement

যদিও ঘটনার কথা অস্বীকার করেছেন ওই কেন্দ্রের শাসক দলের প্রার্থী পূর্ণেন্দু বসু। তাঁর পাল্টা দাবি, হালে পানি না পেয়ে সিপিএম ওই সব অভিযোগ করছে। তিনি বলেন, ‘‘আমাদের কর্মীরা সংযত আছে। সিপিএম জানে ওরা হারবেই। তাই উল্টোপাল্টা অভিযোগ করে প্রচারে থাকতে চাইছে।’’

শুক্রবার সন্ধ্যায় ওই কেন্দ্রেরই প্রফুল্ল কানন এলাকায় সিপিএমের একটি পার্টি অফিসে ঢুকে ফ্লেক্স আর হোর্ডিং‌ নষ্টের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল পাল্টা দাবি করে, নিজেদের পার্টি অফিসের সামনের ফ্লেক্সে মমতা বন্দ্যোপাধ্যায়ের চটিতে মালা পরিয়ে রেখেছিল সিপিএম। সেই ফ্লেক্স খুলতে সিপিএমকে অনুরোধ করেছিল তৃণমূল। ফ্লেক্স-হোর্ডিং নষ্ট করা হয়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement