BJP

Bengal Polls: ‘চিনি না, ফেসবুকে ছবি দেখলাম’, কালিয়াগঞ্জের প্রার্থী নিয়ে প্রতিক্রিয়া বিজেপি-র জেলা সভাপতির

কালিয়াগঞ্জের প্রার্থীকে সাময়িক ভাবে চিনতে না পারলেও, বিশ্বজিতের দাবি, জেলার ৯টি আসনে জয় হবে তাঁদের। বিজেপি কালিয়াগঞ্জের প্রার্থী করেছে সৌমেন রায়কে। বিশ্বজিতের দাবি, ‘‘কালিয়াগঞ্জের প্রার্থীর ছবি ফেসবুকে দেখলাম। আমি ওঁকে চিনি না। হয়তো আমাদের এলাকার বাসিন্দা নয়। হয়তো হেভিওয়েট কোনও প্রার্থী হবেন। তাই ঘোষণা করা হয়েছে।’’ জেলা সভাপতি হয়ে দলীয় প্রার্থীকে চিনতে পারছেন না! একরাশ বিস্ময়ের মুখে বিশ্বজিতের জবাব, ‘‘প্রার্থী নিয়ে অনেক সমীক্ষা হয়। সেই মোতাবেক কোন স্তর থেকে তাঁর নাম গিয়েছে, কী ভাবে হয়েছে, সেটা কেন্দ্রীয় নেতৃত্ব বা রাজ্য নেতৃত্ব জানেন। সাংসদ বলতে পারবেন। এখন না চিনলেও, পরে চেনা হয়ে যাবে। ওঁকে তো আসতেই হবে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২১ ০১:৩৬
Share:

বিজেপি-র উত্তর দিনাজপুর জেলার সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি। নিজস্ব চিত্র।

দলের প্রার্থী হিসাবে নাম ঘোষণা হয়েছে দিল্লি থেকে। কিন্তু প্রার্থী কে, সেই পরিচয় হাতড়ে বেড়াচ্ছেন দলের জেলা সভাপতি। বৃহস্পতিবার বিজেপি-র চতুর্থ দফার প্রার্থিতালিকা ঘোষণার পর, তাৎক্ষণিক ভাবে এমনই ছবি দেখা গেল বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীর নিজের গড় উত্তর দিনাজপুরে।

Advertisement

বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া, হেমতাবাদ, রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ— এই ৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি। কিন্তু ৬ জন প্রার্থীকে চিনতে পারলেও, প্রাথমিক ভাবে কালিয়াগঞ্জের প্রার্থীকে চিনতে পারলেন না বিজেপি-র উত্তর দিনাজপুর জেলার সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি। বিজেপি কালিয়াগঞ্জের প্রার্থী করেছে সৌমেন রায়কে। বিশ্বজিতের দাবি, ‘‘কালিয়াগঞ্জের প্রার্থীর ছবি ফেসবুকে দেখলাম। আমি ওঁকে চিনি না। হয়তো আমাদের এলাকার বাসিন্দা নয়। হয়তো হেভিওয়েট কোনও প্রার্থী হবেন। তাই ঘোষণা করা হয়েছে।’’ জেলা সভাপতি হয়ে দলীয় প্রার্থীকে চিনতে পারছেন না! একরাশ বিস্ময়ের মুখে বিশ্বজিতের জবাব, ‘‘প্রার্থী নিয়ে অনেক সমীক্ষা হয়। সেই মোতাবেক কোন স্তর থেকে তাঁর নাম গিয়েছে, কী ভাবে হয়েছে, সেটা কেন্দ্রীয় নেতৃত্ব বা রাজ্য নেতৃত্ব জানেন। সাংসদ বলতে পারবেন। এখন না চিনলেও, পরে চেনা হয়ে যাবে। ওঁকে তো আসতেই হবে।’’

কালিয়াগঞ্জের প্রার্থীকে সাময়িক ভাবে চিনতে না পারলেও, বিশ্বজিতের দাবি, জেলার ৯টি আসনে জয় হবে তাঁদের। সৌমেন উত্তর দিনাজপুরের বাসিন্দা কি না তাও বলতে পারেননি বিশ্বজিৎ। তবে তাঁর যুক্তি, ‘‘ওই প্রার্থী হয়তো, ‘‘রাজবংশী সম্প্রদায়ের কোনও বিশিষ্ট ব্যক্তি।’’ প্রসঙ্গত ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর, রাজ্যে কালিয়াগঞ্জ, করিমপুর এবং খড়গপুর— এই ৩টি বিধানসভা আসনে উপনির্বাচন হয়। প্রতিটি আসনই দখল করে তৃণমূল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement