বিজেপি-তে যোগ মুর্শিদাবাদ জেলা পরিষদের দুই সদস্যের। —নিজস্ব চিত্র
তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরে গিয়েছেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন। ‘অভিভাবকহীন’ হয়ে পড়ার যুক্তি দেখিয়ে এ বার দলবদলের সেই পথ অনুসরণ করলেন জেলা পরিষদের সহ-সভাধিপতি এবং আরও ১ তৃণমূল সদস্যও। তবে তাঁরা বিজেপি-তে যোগ দিলেন বুধবার।
বুধবার কলকাতায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে তৃণমূল ছেড়ে গেরুয়াশিবিরে যোগ দেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সহ সভাধিপতি বৈদ্যনাথ দাস এবং জেলা পরিষদের সদস্য দ্রৌপদী ঘোষ। এ ছাড়া কান্দি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌতম রায় যোগ দেন বিজেপি-তে। একইসঙ্গে পদ্মশিবিরে পা রেখেছেন কান্দি শহরে কংগ্রেসের সভাপতি পথে থাকা সোমনাথ দাস-সহ আরও কয়েক জন।
একদা শুভেন্দুর অনুগামী হিসাবে পরিচিত বৈদ্যনাথের বক্তব্য, ‘‘ওঁর (শুভেন্দু অধিকারী) হাত ধরে আমরা তৃণমূলে যোগ দিয়েছিলাম। বর্তমানে আমরা অভিভাবকহীন ছিলাম। তাই আমরা বিজেপি দলে যোগদান করেছি। মানুষের জন্য কাজ করা আমাদের মুল উদ্দেশ্য।’’ এ প্রসঙ্গে মুর্শিদাবাদের বিজেপি নেতা গৌরীশঙ্কর ঘোষ বলেন, ‘‘বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসবে তত তৃণমূলে ভাঙন বাড়বে। যাঁরা কাজ করতে চাইছেন তাঁরা বিজেপি-তে আসুন।’’
মুর্শিদাবাদ জেলা তৃণমূলের মুখপাত্র অপুর্ব সরকার বলেন, ‘‘যাঁরা দলবদল করেছেন তাঁরা যে সকলে বিজেপি-তে যাবেন এটা জানা কথা। কারণ তাঁরা শুভেন্দুর অনুগামী হিসাবেই পরিচিত। তাঁরা গেলে দলের কোনও ক্ষতি হবে না।’’ প্রসঙ্গত মুর্শিদাবাদ জেলা পরিষদে মোট ৭০টি আসন। তার মধ্যে ৬৯টি ছিল তৃণমূলের এবং একটি কংগ্রেসের। ৩ সদস্য পদত্যাগ করলেও, ৬৬ জন এখনও রয়েছেন জোড়াফুল শিবিরেই।