Aishee Ghosh

Bengal Election: জামুড়িয়া কেন্দ্রে ঐশী ঘোষ শুরু করে দিয়েছেন তাঁর প্রচার

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ মার্চ ২০২১ ১৭:২৭
Share:
Advertisement

জামুড়িয়া কেন্দ্রে বাম প্রার্থী ঐশী ঘোষ। বামেদের প্রার্থিতালিকায় এ বার উঠে এসেছে নানা নবীন মুখ। তার মধ্যে ঐশী একজন। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনের নেত্রী ঐশী। সিএএ-এনআরসি বিরোধী আন্দোলনে সর্বদা ছিলেন প্রথম সারিতে।

একসময় তাঁকে বিশ্ববিদ্যালয়ে ঢুকে মারধর করার অভিযোগও উঠেছিল। তিনি আহত হয়েছিলেন। মাথা ফেটে গিয়েছিল। দেশের বিজেপি বিরোধী শক্তির কাছে লড়াইয়ের উদাহরণ হয়ে উঠেছিলেন ঐশী।

Advertisement

তাঁকে প্রার্থী করা হতে পারে, এমন জল্পনা অনেকদিন ধরেই চলছিল। শেষ পর্যন্ত দেখা যায়, একগুচ্ছ নতুন মুখের মধ্যে ঐশীও এ বার স্থান পেয়েছেন বামেদের প্রার্থিতালিকায়। প্রার্থিতালিকা ঘোষণা হওয়ার পর তিনি শুরু করে দিয়েছে প্রচারের কাজ। চলছে জনসংযোগ, সভা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement