West Bengal Assembly Election 2021

Bengal Polls: লাভপুরে তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ বিজেপি-র বিরুদ্ধে

বুধবার রাতে লাভপুর থানার হাতিয়া গ্রামের বরণপাড়ায় বোমবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

লাভপুর শেষ আপডেট: ১৮ মার্চ ২০২১ ১২:৪৭
Share:

বোমাবাজির ঘটনায় স্থানীয় তৃণমূল নেতার পরিবারের দুই সদস্য় আহত হয়েছেন বলে দাবি। ছবিতে উদ্ধার হওয়া বোমা।

ভোটের মুখে অশান্ত লাভপুর। বুধবার রাতে লাভপুর থানার হাতিয়া গ্রামের বরণপাড়ায় বোমবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা বিশ্বজিৎ সাহার বাড়িতে বোমাবাজি করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। বিজেপি অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। এই ঘটনার জেরে বুধবার রাত থেকেই হাতিয়া গ্রামে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে এলাকায় রয়েছে প্রচুর পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, হাতিয়া গ্রামের তৃণমূল নেতা বিশ্বজিৎ সাহার বাড়িতে হঠাৎই বোমাবাজি শুরু হয়। তৃণমূলের দাবি, সাংগঠনিক দিক থেকে বিশ্বজিৎ একজন গুরুত্বপূর্ণ নেতা। তাই ভয় পেয়ে বিজেপি এই ঘটনা ঘটিয়েছে। বোমাবাজির ঘটনায় বিশ্বজিৎ সাহার মা এবং তাঁর ছেলে বিষ্ণু সাহা আহত হয়েছেন বলে দলীয় সূত্রে দাবি করা হয়। অন্য দিকে বিজেপি-র দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই ঘটনা ঘটেছে। বিজেপি-র নামে মিথ্যা অপবাদ দিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তৃণমূল।। তাদের আরও অভিযোগ বিজেপি কর্মীদের উপর হামলা করেছে তৃণমূলের দুষ্কৃতীরাই৷ ঘটনায় জড়িত সন্দেহে ৬ জনকে গ্রেফতার করেছে লাভপুর থানার পুলিশ৷

পুলিশ সুত্রে খবর, ধৃতদের মধ্যে ৩ জন তৃণমূলকর্মী ও ৩ জন বিজেপি কর্মী। গোটা ঘটনায় বিজেপি-র স্থানীয় মন্ডল সভাপতি বিকাশ আচার্য বলেন, ‘‘রাতে আমাদের কর্মীদের উপরেই হামলা চালিয়েছে তৃণমূলের দুষ্কৃতীরা৷। আর পুলিশ আমাদের কর্মীদেরই ফাঁসাচ্ছে৷’’

Advertisement

লাভপুরের তৃণমূলের ব্লক সভাপতি তরুণ চক্রবর্তীর দাবি, ‘‘বিজেপি-র পায়ের তলায় মাটি নেই। তাই গ্রামে আমাদের সদস্যদের উপর বোমা নিয়ে হামলা করেছে।। আর পরে আবার আমাদের উপরেই দোষ চাপানোর চেষ্টা করছে। প্রশাসন নিশ্চই এর বিরুদ্ধে ব্যাবস্থা নেবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement