West Bengal Assembly Election 2021

Bengal Polls 2021: পান্ডুয়ার বিজেপি ‘প্রার্থী’ হিসাবে হীরালালের পোস্টার, বিতর্কের মাঝেই কটাক্ষ তৃণমূলের

প্রার্থী হিসাবে টিকিট পাওয়ার আগেই কী করে হীরালালের নামে এমন পোস্টার দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন করছেন অনেকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২১ ১৬:১৭
Share:

এই পোস্টার ঘিরেই শুরু হয়েছে গুঞ্জন। —নিজস্ব চিত্র।

প্রার্থীদের নাম ঘোষণা করেনি দল। তবে তার আগেই পান্ডুয়ার বিভিন্ন এলাকায় বিজেপি-র প্রার্থী হিসাবে হীরালাল চক্রবর্তীর নামে পোস্টার পড়ে গিয়েছে। সেই পোস্টারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা গিয়েছে হীরালালের মুখ। তাতে লেখা, ‘যখনই ডাকি তখনই পাই, হীরালাল চক্রবর্তী তোমাকেই চাই’। বৈঁচির দলের মণ্ডল সভাপতি হীরালাল চক্রবর্তীর সমর্থনে এই পোস্টার ঘিরেই পান্ডুয়ায় বিজেপি-র অন্দরে রীতিমতো গুঞ্জন শুরু হয়েছে। প্রার্থী হিসাবে টিকিট পাওয়ার আগেই কী করে হীরালালের নামে এমন পোস্টার দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন করছেন অনেকে। এই বিতর্কের মাঝেই পোস্টার নিয়ে হীরালাল তথা বিজেপি-কে কটাক্ষ করেছে তৃণমূল।

Advertisement

তিনি যে ভোটে দাঁড়াতে চান, তা স্বীকার করে নিয়েছেন হীরালাল। বিজেপি নেতৃত্বের কাছে সেই মর্মে আবেদনও জানিয়েছিলেন। তবে পোস্টার-বিতর্কে তাঁর সাফাই, ‘‘আমার কোনও অনুগামীই হয়তো এ ধরনের পোস্টার লাগিয়েছেন।’’

বিজেপি সূত্রে খবর, প্রার্থী হতে চেয়ে দলে এমনিতেই একাধিক আবেদন জমা পড়েছে। আগামী ২-৩ দিনের মধ্যেই নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করতে পারে বিজেপি। তবে পান্ডুয়ায় কাকে প্রার্থী করা হবে, তা নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি দলের নেতৃত্ব। এমন অবস্থায় হীরালালকে ঘিরে পোস্টার-বিতর্কে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। তৃণমূলের পান্ডুয়া ব্লক সহ-সভাপতি সঞ্জিত বন্দোপাধ্যায় বলেন, ‘‘প্রার্থী তালিকা নিয়ে বিজেপি-র আদি ও নব‍্যর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে। কে হবে প্রার্থী, তা নিয়েই এই দ্বন্দ্ব। তাই দলীয় নেতৃত্ব ঠিক করার আগেই নিজেরাই পোস্টার মারছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement