Tapan Dasgupta

Bengal Polls 2021: ‘ভোট না পড়লে, বুথে জল, আলো পৌঁছবে না’, প্রচারের প্রথম দিনেই বিতর্কে তপন

নাম ঘোষণার পর, প্রথম দিন ভোটপ্রচারে নেমেই বিতর্কে জড়ালেন রাজ্যের মন্ত্রী তথা হুগলির সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্রের প্রার্থী তপন দাশগুপ্ত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

চুঁচুড়া শেষ আপডেট: ০৬ মার্চ ২০২১ ২৩:১৬
Share:

দাদপুরের বিশালাক্ষী মন্দিরে তপন দাশগুপ্ত। নিজস্ব চিত্র

নাম ঘোষণার পর, প্রথম দিন ভোটপ্রচারে নেমেই বিতর্কে জড়ালেন রাজ্যের মন্ত্রী তথা হুগলির সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্রের প্রার্থী তপন দাশগুপ্ত। শনিবার পোলবা-দাদপুরের সেনেটে পুজো দেন তিনি। সেখানে হুঁশিয়ারির সুরেই তাঁর মন্তব্য, ‘‘যেখানে ভোট পড়বে না আমার, বুথ দেখব। লাইনও যাবে না, জলও যাবে না,পরিস্কার কথা। সব ওই বিজেপি কে দিয়ে করাতে হবে। পুরো বলে দিলাম, জলও দেব না, কিচ্ছু দেব না।’’ তপনের এই মন্তব্যকে ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। তৃণমূল ভোটারদের ‘হুমকি’ দিচ্ছে বলে অভিযোগ করেছেন হুগলির বিজেপি নেতারা।

শনিবার প্রচার শুরু করার আগে হুগলির দাদপুরের সেনেটে বিশালক্ষী মন্দিরে যান তপন। মন্দিরে পুজো দেওয়ার পর কিছুক্ষণ কাটান তিনি। মন্দির সংস্কারের আশ্বাসও দেন। কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার মুহূর্তে ওই মন্তব্য করেন তিনি। যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। প্রত্যাশিত ভাবেই তপনকে আক্রমণ করেছে বিজেপি। হুগলির বিজেপি যুব সভাপতি সুরেশ সাউ বলেন, ‘‘তৃণমূল হুমকি দিচ্ছে, এটা নতুন কিছু নয়। শুক্রবার প্রার্থী ঘোষণার পর শনিবার সপ্তগ্রাম বিধানসভায় দাঁড়িয়েই হুমকি দিচ্ছেন মানুষকে। গত লোকসভাতেও হুমকি দিয়েছিল,মানুষ তার জবাব দিয়েছে। এ বারও মানুষ জবাব দেবেন ইভিএমে।

Advertisement

তপনের হয়ে ব্যাট ধরে হুগলির শ্রীরামপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুদীপ্ত রায় বলেন, ‘‘তপন’দা প্রবীণ রাজনীতিক। উনি কোথাও আবেগবশত বলে ফেলেছেন। সরকারে মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে মানুষ পরিষেবা পাবেন না, এটাই উনি বলতে চেয়েছেন। তা নিয়ে অনেকে হয়তো বড়বড় কথা বলছেন। ওঁর কথার অপব্যাখ্যা করা হতে পারে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement