Suvendu Adhikari

WB election 2021 : বিজেপি-র প্রার্থিতালিকায় সদ্য যাওয়া শুভেন্দুর প্রভাব যেন স্পষ্ট

শুভেন্দু অনুগামী বা তাঁর হাত ধরে গেরুয়া শিবিরে নাম লেখানো নেতারা অধিকাংশই টিকিট পেয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২১ ২৩:২৭
Share:

ফাইল ছবি

প্রথম দু’দফার জন্য বিজেপি ৫৭ জন প্রার্থীর তালিকা ঘোষণা করেছে শনিবার। আর সেই তালিকায় শুভেন্দু অধিকারীর প্রভাব যেন ভীষণ ভাবে স্পষ্ট।

Advertisement

শনিবার সন্ধ্যায় নয়াদিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গের অফিস থেকে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিজেপি-র রাষ্ট্রীয় মহাসচিব অরুণ সিংহ। নীলবাড়ির লড়াইয়ে রাজ্যবাসীর নজর এখন নন্দীগ্রামের দিকে। সেই নন্দীগ্রামেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন প্রাক্তন পরিবহণনমন্ত্রী। চোখে পড়ার মতো বিষয়, শুভেন্দু ছাড়া অধিকারী পরিবারের আর কোনও সদস্যই প্রার্থী হননি। তাঁর বিরুদ্ধে যাতে কোনও ভাবেই পারিবারিক রাজনীতিকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ না ওঠে, সে কারণেই এমন কৌশল নিয়েছেন বলেই মত রাজনীতির কারবারীদের।
তবে শুভেন্দু অনুগামী বা তাঁর হাত ধরে গেরুয়া শিবিরে নাম লেখানো নেতারা অনেকেই টিকিট পেয়েছেন। প্রথম দফার ভোটে কাঁথি উত্তরে প্রার্থী হয়েছেন সুনীতা সিংহ। যিনি কাঁথি পুরসভার বিদায়ী কাউন্সিলর ও শুভেন্দু ঘনিষ্ঠ বলেই পরিচিত। কাঁথি দক্ষিণে প্রাক্তন শিক্ষক অরূপকুমার দাসকে প্রার্থী করেছে বিজেপি। সূত্রের খবর, নন্দীগ্রামের বিজেপি প্রার্থীর পরামর্শেই এই প্রার্থী মনোনয়ন পেয়েছেন। রামনগরে তৃণমূল প্রার্থী হয়েছেন অধিকারী পরিবারের প্রবল বিরোধী বলে পরিচিত তথা বর্তমান বিধায়ক অখিল গিরি। তাঁর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন প্রাক্তন সিপিএম বিধায়ক স্বদেশরঞ্জন নায়েক। যিনি শুভেন্দুর হাত ধরেই বিজেপি-তে এসেছেন।

দ্বিতীয় দফার ভোটে নন্দীগ্রাম আসনে শুভেন্দু স্বয়ং প্রার্থী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। নন্দকুমারে তাঁর অনুগামী নীলাঞ্জন অধিকারীকে প্রার্থী করা হয়েছে। শুভেন্দুর সঙ্গেই সিপিএম ছেড়ে বিজেপি-তে গিয়েছিলেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। তাঁকে হলদিয়াতেই টিকিট দেওয়া হয়েছে। নিজের জেলা ছাড়াও পাশের জেলা পশ্চিম মেদিনীপুরে তাঁর পরামর্শেই প্রাক্তন ছাত্রনেতা রমাপ্রসাদ গিরিকে নারায়ণগড় আসনে প্রার্থী করা হয়েছে।

Advertisement

সবং আসনটি ধরে রাখতে রাজ্যসভার সাংসদ মানস ভুঁইয়াকেই ফের টিকিট দিয়েছে তৃণমূল। সেই আসনে মানসের মোকাবিলায় প্রার্থী করা হয়েছেন অমূল্য মাইতিকে। যিনি শুভেন্দুর সঙ্গেই তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছিলেন। প্রসঙ্গত, ১৯৯৮ সালে মমতা যে দিন তৃণমূল গড়েছিলেন অমূল্য ছিলেন পশ্চিম মেদিনীপুরে মমতার অন্যতম সৈনিক। সূত্রের খবর, খড়্গপুর সদর আসনেও সদ্য তৃণমূলত্যাগী দেবাশিস চৌধুরী ওরফে মুনমুনকে প্রার্থী করার প্রস্তাব দিয়েছেন তিনি। তবে শুভেন্দুর হাত ধরে বিজেপি-তে যাওয়া কাঁথির উত্তরের তৃণমূল বিধায়ক বনশ্রী মাইতি টিকিট পাননি। প্রার্থী হতে পারেননি তাঁর হাত ধরে সিপিআই ছেড়ে বিজেপি-তে যাওয়া তমলুকের বিধায়ক অশোক ডিন্ডাও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement