TMC

WB Election 2021: প্রার্থিতালিকা নিয়ে হাওড়ায় তীব্র ক্ষোভ তৃণমূলের অন্দরে, দুই বিদায়ী ঘাসফুল বিধায়ক যোগ দিতে পারেন বিজেপি-তে

অন্য দিকে শিবপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের ‘যোগ্যপ্রার্থী হিসেবে কাজের মানুষ বিভাস হাজরাকে চাই’ বয়ানে ফ্লেক্স লাগানো হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২১ ১৮:২৯
Share:

জটু লাহিড়ী ও শীতল সর্দার। ফাইল ছবি

তৃণমূলের প্রার্থিতালিকায় নাম না থাকায় বিজেপি-তে যোগ দিতে পারেন হাওড়া সদরের দুই বিদায়ী তৃণমূল বিধায়ক। শিবপুরের জটু লাহিড়ী ও সাঁকরাইলের শীতল সর্দার জানিয়েছেন, তাঁরা বিজেপি-তে যোগ দিচ্ছেন। বিজেপি তাঁদের প্রার্থী করলে ভোটে জিতে দেখিয়ে দেবেন বলেও চ্যালেঞ্জ করেছেন তৃণমূলের দুই প্রবীণ নেতা।

Advertisement

শিবপুরের পাঁচ বারের বিধায়ক জটু লাহিড়ী। শীতল সর্দার তিন বারের বিধায়ক। বয়সজনিত কারণে তৃণমূল এ বার দু’জনকেই প্রার্থী করেনি। জটু লাহিড়ী বলেন, ‘‘আমার বয়স চুরাশি বছর হলেও প্রতিদিন মানুষকে পরিষেবা দিয়ে যাই।’’ মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা করে তাঁর আক্রমণ, ‘‘এলাকায় রামমন্দির তৈরি করেছিলাম। যা মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। এ দিকে মমতা বন্দ্যোপাধ্যায় রাম নাম শুনেই খেপে যাচ্ছেন।’’ বার্ধক্যভাতা ও বিধবাভাতা নিয়ে তৃণমূল মানুষকে ভুল বোঝাচ্ছে বলেও অভিযোগ করেন। তাঁর দাবি, ‘‘মুকুল রায়ের সঙ্গে কথা হয়েছে। বিজেপি-তে যোগ দিচ্ছি।’’ তাঁকে প্রার্থী না করলেও তিনি বিজেপি-র হয়ে কাজ করবেন বলে জানিয়েছেন জটু।

অন্য দিকে, দলের টিকিট না পেয়ে ক্ষুব্ধ শীতল সর্দারও। তিনি বলেন, ‘‘গত লোকসভা নির্বাচনে কঠিন লড়াইয়ে আমার কেন্দ্র থেকে তৃণমূলকে লিড দিয়েছে। সাঁকরাইলের প্রায় ৩৪ শতাংশ সংখ্যালঘু ভোট ঘাসফুলে পড়েছে আমারই জন্য।’’ এলাকার মানুষ তাঁকেই চান বলে দাবি শীতল সর্দারের। তবে এই দুই প্রবীণ নেতার বিজেপি-তে যোগ দেওয়া নিয়ে হাওড়া সদরের বিজেপি সভাপতি সুরজিৎ সাহা বলেন, ‘‘আমার কাছে ওঁদের যোগদানের কোনও খবর নেই। আনুষ্ঠানিক ভাবে যোগদান করলে আমি জানতাম।’’

Advertisement

অন্য দিকে শিবপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের ‘যোগ্যপ্রার্থী হিসেবে কাজের মানুষ বিভাস হাজরাকে চাই’ বয়ানে ফ্লেক্স লাগানো হয়েছে। শনিবার দুপুরে বিভাসের অনুগামীরা বিক্ষোভ দেখান রাস্তায় নেমে। এই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে ক্রিকেটার মনোজ তিওয়ারিকে। তাঁকে বহিরাগত বলে কটাক্ষ করেন বিভাস অনুগামীরা। তবে কি বিভাস হাজরাও যাচ্ছেন বিজেপি-তে? এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘মানুষ যদি আমাকে চান, তা হলে আমি ভাবনাচিন্তা করব।’’ জেলা তৃণমূলের চেয়ারম্যান অরূপ রায় অবশ্য জানিয়েছেন, ‘‘দলের সিদ্ধান্তই চূড়ান্ত। দল যাকে মনে করেছে তাঁকেই প্রার্থী করা হয়েছে। প্রার্থীদের হয়ে লড়াই করতে হবে। কে বিজেপি-তে গেল, কে বিক্ষোভ দেখাল, তাতে কিছু আসে যায় না। সব ক’টি আসনে জয়লাভ করবে তৃণমূল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement