Mamata Banerjee

WB Election: ফের রাজ্য পুলিশে রদবদল, নন্দীগ্রামের নগেন্দ্র এ বার গেলেন ‘কেষ্টর গড়’ বীরভূমে

তৃণমূল নেতা অনুব্রত মন্ডলের ‘গড়’ বীরভূমে ভোট অষ্টম দফায়। সেখানেই দায়িত্ব সামলাবেন নগেন্দ্র।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২১ ২০:২৮
Share:

১ এপ্রিল নন্দীগ্রামে ভোটের দিন বয়ালের বুথে মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও নগেন্দ্র ত্রিপাঠি। নিজস্ব চিত্র।

ভোটের বাকি আর তিন দফা। তার আগে ফের রাজ্য পুলিশে রদবদল করল কমিশন। বদলি করা হল পূর্ব বর্ধমান, বীরভূমের পুলিশ সুপার ও আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনারকে। তবে এই রদবদলের মধ্যে উল্লেখযোগ্য নন্দীগ্রামের দায়িত্বে থাকা আইপিএস নগেন্দ্রনাথ ত্রিপাঠীর বদলি। তাঁকে বীরভূমের পুলিশ সুপারের দায়িত্বে আনা হল।

Advertisement

দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মন্ডলের ‘গড়’ বীরভূমে ভোট অষ্টম দফায়, সেখানেই দায়িত্ব সামলাবেন নগেন্দ্র। নন্দীগ্রামের বয়ালের বুথে মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে নগেন্দ্র বলেছিলেন, ‘‘উর্দিতে দাগ লাগতে দেব না।’’ সেই নগেন্দ্র ভোটে অনুব্রতর গড়ে শান্তি-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবেন। মীরজ খালিদকে সরিয়ে নগেন্দ্রকে দায়িত্বে আনা হয়েছে। পাশাপাশি বদলি করা হয়েছে বোলপুরের এসডিপিও-কে। এতদিন সেই পদে ছিলেন অভিষেক রায়, নতুন দায়িত্ব পেলেন নাগরাজ দেবরাকোন্ডা।

২২ এপ্রিল ভোট পূর্ব বর্ধমানের ৮টি কেন্দ্রে। সেখানেও বদল করা হল পুলিশ সুপার। ভাস্কর মুখোপাধ্যায়কে সরিয়ে দায়িত্ব দেওয়া হল অজিতকুমার সিংহকে। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দায়িত্বে এলেন মিতেশ জৈন, এতদিন তাঁর জায়গায় ছিলেন সুকেশ জৈন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement