শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের কয়েকটি বুথে সিপিএমের মহিলা পোলিং এজেন্টরা লাল শাড়ি ও টুপি পরেছিলেন। তৃণমূল প্রার্থী ভাইচুং ভুটিয়ার কানে খবর গেলে, তিনি তার প্রতিবাদ করেন। ভাইচুং তাঁদের বলেন, ‘‘এই শাড়ি বদলে ফেলুন। আপনারা ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন।’’ নির্বাচন কমিশনেও তিনি এ ব্যাপারে অভিযোগ করেছেন বলে জানান ভাইচুং। এই কেন্দ্রের সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্য বলেন, ‘‘ভাইচুং খেলোয়াড় সুলভ আচরণ করেননি। মহিলারা কী রংয়ের শাড়ি পরবেন, তা নিয়ে ওঁর মাথাব্যথা কেন?’’