ভাঙড়ের সিপিএম প্রার্থী রশিদ গাজির মিছিলে বোমা ও গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রবিবার রাত ৮টা নাগাদ ভাঙড় থানা এলাকার সাতুলিয়ায় সিপিএমের মিছিলের উপর তৃণমূল হামলা চালায় বলে অভিযোগ।
ভাঙড়ের সিপিএম সূত্রের খবর, এ দিন বিজয়গঞ্জ বাজার থেকে সাতুলিয়া পর্যন্ত সিপিএমের মিছিল ছিল। মিছিল সাতুলিয়ায় পৌঁছনোর আগে প্রশাসনের অনুমতি ছাড়াই তৃণমূল সেখানে সভা শুরু করে। কাছে মিছিল পৌঁছতেই শুরু হয় ইটবৃষ্টি। তার পরে বোমা এবং গুলি চলে বলে সিপিএমের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার জেলা সিপিএম সম্পাদকমন্ডলীর সদস্য তুষার ঘোষ বলেন, ‘‘প্রার্থী ও আমি গাড়িতে ছিলাম। গাড়ি লক্ষ্য করে গুলিবোমা চালানো হয়। এটা পরিকল্পিত আক্রমণ।’’ জবাবে ভাঙড়ের তৃণমূল প্রার্থী রেজ্জাক মোল্লার নির্বাচনী কমিটির চেয়ারম্যান আরাবুল ইসলামের প্রতিক্রিয়া, ‘‘ওখানে গোলমাল হয়েছে শুনেছি। তৃণমূলের সভার অনুমতি ছিল কি না, পুলিশ খতিয়ে দেখবে।’’