West Bengal Polls 2021

বাংলায় ভোটের আগে জেলাভিত্তিক পর্যবেক্ষক নিয়োগ করল কংগ্রেস হাইকম্যান্ড

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ মার্চ ২০২১ ০৭:১৯
Share:

—প্রতীকী ছবি।

বাংলায় ভোটের আগে জেলাভিত্তিক পর্যবেক্ষক নিয়োগ করল কংগ্রেস হাইকম্যান্ড। এ বারের নির্বাচন প্রক্রিয়ায় এআইসিসি যে প্রত্যক্ষ ভাবে যুক্ত থাকছে, এই সিদ্ধান্ত তারই ইঙ্গিত বলে কংগ্রেস সূত্রের ব্যাখ্যা। এ রাজ্যে কংগ্রেসের সাংগঠনিক ২৮টি জেলার জন্য পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে ভিন্ রাজ্যের নেতাদের। তার মধ্যে রাজস্থান, গুজরাত, ছত্তীশগঢ়, ঝাড়খণ্ডের মতো রাজ্যের কয়েক জন বিধায়কও আছেন। তবে দক্ষিণ কলকাতার পর্যবেক্ষকের নাম পরে ঘোষণা করা হবে বলে এআইসিসি সূত্রে জানানো হয়েছে। বাংলার পর্যবেক্ষক জিতিন প্রসাদ এবং সহ-পর্যবেক্ষক বি পি সিংহের সঙ্গে কয়েক দিন আগেই আর এস বালিকে দায়িত্ব দিয়েছে এআইসিসি। তা ছাড়াও, বাংলায় নির্বাচনের প্রক্রিয়া দেখভালের জন্য বি কে হরিপ্রসাদ-সহ চার জনকে সিনিয়র পর্যবেক্ষক হিসেবে রেখেছে কংগ্রেস হাইকম্যান্ড।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement