Rachana Banerjee

প্রধানমন্ত্রীকে নিয়ে নতুন ‘রচনা’ হুগলির তৃণমূল প্রার্থীর! বললেন, মোদীর সঙ্গে তিনি সহমত

লোকসভার প্রার্থী হওয়ার পর থেকেই বিভিন্ন ‘রচনা’ তৈরি করে চর্চায় রয়েছেন তিনি। এ বার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে ‘রচনা’ তৈরি করলেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মে ২০২৪ ১৮:২৩
Share:

(বাঁ দিকে) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় (ডান দিকে)। ছবি: পিটিআই ।

লোকসভার প্রার্থী হওয়ার পর থেকেই বিভিন্ন ‘রচনা’ তৈরি করে চর্চায় রয়েছেন তিনি। এ বার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে ‘রচনা’ তৈরি করলেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। মাতৃদিবস নিয়ে মোদীর মন্তব্যের সঙ্গে সহমত প্রকাশ করে বললেন, ‘‘একদম ঠিক কথা বলেছেন প্রধানমন্ত্রী।’’

Advertisement

রবিবার হুগলির চুঁচুড়া এবং পুরশুড়াতে ভোট প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী মোদী। চুঁচুড়ার জনসভা থেকে মোদী বলেন, ‘‘পশ্চিমি সংস্কৃতিতে আজ মাতৃদিবস। কিন্তু আমরা বছরের প্রত্যেক দিন মাতৃ আরাধনা করি। ভারতমাতার পুজো করি।’’ সেই প্রসঙ্গেই মোদীর সঙ্গে সহমত পোষণ করে তৃণমূল প্রার্থী রচনা বলেন, ‘‘প্রধানমন্ত্রী একদম ঠিক কথা বলেছেন। আমরা ভারতমাতার পুজো করি। আজ আন্তর্জাতিক মাতৃদিবস। আমরা দুর্গামা, কালীমা-র পুজো করি। একদম সঠিক কথা। ভাল কথা বলেছেন।’’

মাতৃদিবস প্রসঙ্গে প্রধানমন্ত্রীর সুরে কথা বললেও বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প নিয়ে মোদীকে নিশানা করেন হুগলির তৃণমূল প্রার্থী। রচনা কথায়, ‘‘ভোটের আগেই উনি (প্রধানমন্ত্রী) একাধিক প্রকল্প নিয়ে ফলাও করে বলেন। ভোট মিটে গেলেই প্রকল্পগুলো হারিয়ে যায়। কেউ সেই প্রকল্প গুলো আর খুঁজে পায় না।’’ তবে পান্ডুয়াতে বোমা বিস্ফোরণের ঘটনায় কিশোরের মৃত্যু নিয়ে প্রধানমন্ত্রী রবিবার চুঁচুড়ার জনসভা থেকে রাজ্যের শাসকদলকে যে কটাক্ষ করেছেন, সেই প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি রচনা।

Advertisement

রবিবার সকাল থেকেই সিঙ্গুরে রয়েছেন রচনা। তাই মাতৃদিবসে ছেলের সঙ্গে সময় কাটাতে না পারার আক্ষেপও প্রকাশ করেছেন ছোট পর্দার ‘দিদি নম্বর ওয়ান’। রচনা বলেন, ‘‘আজকে ছেলের সঙ্গে থাকতে পারলাম না। সকাল থেকে সিঙ্গুরে রয়েছি। সন্ধ্যাবেলাও থাকব। কাজটা প্রাধান্য পায় আমার কাছে। ছেলে বুঝে গিয়েছে যে, মা ব্যস্ত। মা তো মা। মাকে নিয়ে কিছু বলার নেই। সব মায়ের জন্য ভালবাসা রইল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement