তাপস রায়। —ফাইল চিত্র ।
প্রচারে বেরিয়ে রবিবার বিক্ষোভের মুখে পড়লেন কলকাতা উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়। এই ঘটনার জন্য তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দিকে অভিযোগের আঙুল তুলেছেন তাপস।
মানিকতলার ১৪ নম্বর ওয়ার্ডে প্রচার চলার সময় তাপসের গাড়ি ঘিরে তাঁকে ‘গো ব্যাক’ স্লোগান দেন ‘মানিকতলা গণতন্ত্র বাঁচাও কমিটির’ সদস্যেরা। কয়েক জন তাপসের গাড়ির সামনে শুয়েও পড়েছিলেন। সাধন পাণ্ডের মৃত্যুর পরে দীর্ঘ দিন হয়ে গেলেও মানিকতলায় কেন উপনির্বাচন হচ্ছে না, সেই প্রশ্ন তোলেন তাঁরা। তাপসের অভিযোগ, “পুলিশের সামনে হামলা হল। আমি এক জন প্রার্থী। আমার কর্মীরা সুরক্ষিত নন। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই কর্মকাণ্ড হয়েছে।” বিজেপি শিবিরের অভিযোগ, শ্রেয়া পাণ্ডের লোকজন ঘটনায় যুক্ত ছিলেন। মানিকতলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তৃণমূল নেতা কুণাল ঘোষ অবশ্য বলেছেন, ‘‘অনভিপ্রেত ঘটনা। প্রত্যেক প্রার্থীকে সুষ্ঠু ভাবে প্রচার করতে দেওয়া উচিত। কেউ কোনও প্ররোচনা দিলে সেই দায়টা ঘুরে নিজের উপরে পড়তে পারে। সবটা মানুষের উপর ছাড়া উচিত। যাঁরা এ রকম কাজ করেছেন, তাঁরা ঠিক করেননি। এটা দলের পক্ষে ভাল হবে না।’’
সেই সঙ্গে যদুবাবুর বাজার লাগোয়া এলাকায় কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর নববর্ষের শুভেচ্ছা জানানো ব্যানার ছেঁড়ারও অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। দেবশ্রীর অভিযোগ, “কলকাতা দক্ষিণকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় বলে দাবি করেন তৃণমূলের সৈনিকেরা। কিন্তু তাঁরা আমাকে ভয় পেয়েছেন।” অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। তাদের বক্তব্য, গোষ্ঠী-দ্বন্দ্বের কারণে বিজেপির লোকজনই ওই কাণ্ড ঘটিয়েছেন।