—প্রতীকী ছবি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতায় কর্মসূচির দিন, মঙ্গলবারই বিজেপিকে আইনি নোটিস পাঠাল তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, ধর্মকে টেনে বিজেপির দেওয়া একটি নির্বাচনী বিজ্ঞাপনে আদালত অবমাননা হয়েছে। প্রসঙ্গত, বিজেপির বিজ্ঞাপনকে হাই কোর্ট এবং সুপ্রিম কোর্ট ‘অসাংবিধানিক’ বলেছে, এমনটা জানিয়ে এ দিন বিজেপিকে বিঁধেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বিজেপি যদিও তাদের ‘অবস্থান’ একই থাকবে বলে জানিয়েছে।
বেহালায় একটি নির্বাচনী জনসভা থেকে মমতা এ দিন বলেছেন, “আমাদের নামে ক’দিন বিজ্ঞাপন দিল উল্টোপাল্টা। কেস করে দিয়েছি ভাল করে! সুপ্রিম কোর্ট, হাই কোর্ট ভাল করে দিয়েছে। বলেছে, পুরো বেআইনি, অসাংবিধানিক। একটা দল কোনও প্রমাণ ছাড়া এত মিথ্যা কথা বলতে পারে!” কলকাতা হাই কোর্ট রাজ্যে বিজেপির দেওয়া বিজ্ঞাপন সংক্রান্ত মামলায় আপত্তি জানিয়ে নিষেধাজ্ঞা জারি করেছিল। কিন্তু তার পরেও রাজ্য বিজেপির এক্স হ্যান্ড্লে ধর্মকে টেনে একটি বিজ্ঞাপন এ দিন পোস্ট করা হয়েছে। তাতেই আপত্তি জানিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওই পোস্টটি মুছে দিয়ে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে তৃণমূল। আইনি নোটিসটি রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে পাঠানো হয়েছে। নোটিসের অংশ করা হয়েছে নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচনী আধিকারিককেও (সিইও)।
তবে বিষয়টি নিয়ে রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্যের বক্তব্য, “ওঁরা আদালতে, নির্বাচন কমিশনে যেতে পারেন, নোটিস ধরাতে পারেন। অমরা আমাদের অবস্থান থেকে সরব না। যিনি (মুখ্যমন্ত্রী) রামনবমীকে ‘গোষ্ঠী সংঘর্ষ দিবস’ বলেন, যিনি ‘জয় শ্রী রাম’ স্লোগানকে গালাগাল বলেন, তিনি সনাতন-বিরোধী।”