রেয়াত হোসেন সরকার। নিজস্ব চিত্র।
অবশেষে স্থানীয় প্রার্থীর দাবি মেনে নিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভগবানগোলায় তৃণমূলের প্রার্থী হলেন ভগবানগোলা ১ নম্বর ব্লকের সভাপতি রেয়াত হোসেন সরকার।
স্বচ্ছ ভাবমূর্তির রেয়াত হোসেনের বাবা, মা বরাবর কংগ্রেস রাজনীতিতে জড়িত ছিলেন। বাবা রাজিবুদ্দিন সরকার এক সময় জেলা পরিষদে প্রার্থী হন কংগ্রেসের। কিন্তু জিততে পারেননি।
সেই ঘরানায় বেড়ে ওঠা রেয়াতের রাজনীতিতে হাতেখড়ি কংগ্রেসের ছাত্র পরিষদে জিয়াগঞ্জ শ্রীপতসিং কলেজে পড়ার সময়। ২০১৯ সালে যোগ দেন তৃণমূলে। দলের সাধারণ কর্মী হিসেবে কাজ শুরুর মাঝেই ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রেই দলের প্রার্থী ইদ্রিস আলির নির্বাচনী এজেন্টের দায়িত্ব সামলান। সেই থেকে একটু একটু করে নেতৃত্বে উঠে আসা। ব্লক কমিটির সহ সভাপতি, ২০২৩ সালে জেলা পরিষদের সদস্য হিসেবে জিতে বনভূমির কর্মাধ্যক্ষ হয়েছেন রেয়াত। সে পদে থেকেই এ বছর ১৭ জানুয়ারি হঠাৎই ভগবানগোলা ১ ব্লকের দলের সভাপতি পদের দায়িত্ব পান তিনি। জোড়া পদ সামলানোর মাঝেই স্নাতক রেয়াতকে ভগবানগোলা বিধানসভা আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে শুক্রবার।
রেয়াতকে প্রার্থী করায় প্রাক্তন বিধায়ক ও তৃণমূল নেতা আবু সুফিয়ান সরকার বলছেন, “যিনিই হোন স্থানীয় প্রার্থী হয়েছেন। তাই খুশি সকলেই।”