শ্রীরামপুরের বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। — নিজস্ব চিত্র।
লোকসভা ভোটের মুখে ফের প্রকাশ্যে তৃণমূলের দলীয় কোন্দল! হাওড়ার অভয়নগরে প্রচার করতে এসে নাম না-করে ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন তৃণমূল নেতা তথা শ্রীরামপুরের বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, হুঁশিয়ারি দিলেন রাজীবের অনুগামীদেরও।
শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত হাওড়ার ডোমজুড় বিধানসভা। বৃহস্পতিবার অভয়নগর এলাকায় প্রচারে আসেন কল্যাণ। সেখানে বক্তৃতা করতে গিয়ে তিনি বলেন, “গত বিধানসভা নির্বাচনে এক জন বিজেপিতে চলে গিয়েছিলেন। তার পর হেরে যান। এর পর পঞ্চায়েত নির্বাচনে তাঁর সাগরেদরা নির্দল হয়ে গিয়েছিলেন। গুন্ডামি করেছিলেন পুরনো নেতার নির্দেশে। তৃণমূল কর্মীদের উপর আক্রমণও করেছিলেন। আজ তাঁরা জেলে।” এখানেই থেমে থাকেননি কল্যাণ। তাঁর হুঁশিয়ারি, “আগামী দিনে কেউ যদি গুন্ডামি করেন, তা হলে তাঁদের জায়গা হবে জেলে। সব হিসাব আমি বুঝে নেব।” যদিও কল্যাণের এই কটাক্ষের পাল্টা কোনও প্রতিক্রিয়া বৃহস্পতিবার রাত পর্যন্ত রাজীবের তরফ থেকে মেলেনি।
২০২১-এর বিধানসভা নির্বাচনের সময়ে ‘বেসুরো’ হয়ে যান ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক রাজীব। দিল্লিতে গিয়ে যোগ দেন বিজেপিতে। বিজেপিতে যোগ দেওয়ার সময় কলকাতায় চার্টার্ড বিমান পাঠিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজীবের সঙ্গে একাধিক তৃণমূল নেতাও যোগ দিয়েছিলেন বিজেপিতে। যদিও বিজেপিতে দীর্ঘ দিন থাকতে পারেননি রাজীব। মাত্র ১০ মাসের মধ্যেই বিজেপি ছেড়ে তৃণমূলে প্রত্যাবর্তন ঘটে তাঁর।