Lok Sabha Election 2024

খানাকুলে প্রচারে গিয়ে প্রশ্নের মুখে তৃণমূলের মিতালি

পানীয় জল সহ নানা অভাব-অভিযোগে প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখান কয়েক জন। মিতালি ‘অন্যায় বাধার’ অভিযোগ তুলে রাস্তায় বসে প্রতিবাদ করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আরামবাগ শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৪ ০৭:৫৫
Share:

রাস্তায় বসে প্রতিবাদ তৃণমূল প্রার্থী মিতালি বাগের। মঙ্গলবার খানাকুলের কৃষ্ণনগরে। —নিজস্ব চিত্র।

খানাকুল বিধানসভা এলাকায় প্রচারে গিয়ে উন্নয়নের প্রশ্নে খানাকুল ২ পঞ্চায়েতের কৃষ্ণনগর এলাকায় বাধার সম্মুখীন হলেন তৃণমূল প্রার্থী মিতালি বাগ। পানীয় জল সহ নানা অভাব-অভিযোগে প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখান কয়েক জন। মিতালি ‘অন্যায় বাধার’ অভিযোগ তুলে রাস্তায় বসে প্রতিবাদ করেন। পুলিশ গেলে মিনিট পনেরোর মধ্যে লোকজন সরে যান। পরে ফের প্রচার সারেন প্রার্থী।

Advertisement

মিতালি ওই এলাকায় প্রচারে আসেন মঙ্গলবার। তাঁর অভিযোগ, “প্রচুর মানুষ তাঁকে স্বাগত জানাচ্ছেন দেখে ঘাবড়ে গিয়েছিলেন খানাকুল ২ পঞ্চায়েতের বিজেপি প্রধান সরস্বতী দাস। প্রধান দু’চার জন লোক জড়ো করে দাবি করেন, এখানে উন্নয়নের কাজ হয়নি। প্রচার করা যাবে না।’’ মিতালির অভিযোগ, ‘‘খানাকুলে বিজেপির বিধায়ক আছেন। যদি এলাকায় এখনও কিছু উন্নয়নের প্রয়োজন থাকে, তা হলে তিনি কী করেছেন এত দিন?’’ তাঁর ক্ষোভ, ‘‘রাস্তায় বসে প্রতিবাদ করে বুঝিয়ে দিয়েছি, উন্নয়নের নিরিখে এগিয়ে চলা তৃণমূলকে আটকানো যাবে না।’’

সরস্বতীর অবশ্য দাবি, ‘‘প্রার্থীকে দলীয় ভাবে কেউ বাধা দেননি। গ্রামে বসন্ত উৎসব চলাকালীন উনি হাজির হওয়ায় গ্রামের মানুষই প্রশ্ন তুলেছেন, ভোট এলে তবেই কেন আপনাদের দেখা যায়? দোল উৎসবে আমি ছিলাম। তাই বিজেপিকে দায়ী করে রাস্তায় বসে নাটক করেছেন তৃণমূল প্রার্থী।’’

Advertisement

গ্রামবাসীদের তরফে কাকলি ঘোড়ুই, শেফালি ঘোড়ুইরা জানান, পানীয় জলের সমস্যা নিয়ে প্রার্থীকে বলা হয়েছে। প্রায় ৪০০ পরিবারের বসবাস থাকা সত্ত্বেও সরকারি ভাবে মাত্র একটি নলকূপ এখানে। কেন এলাকার উন্নয়ন হয়নি, তা জানতে চাওয়া হয়েছিল। রবিবার রাতে দলের প্রার্থী ঘোষণা হওয়ার পরে এ দিন বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগার পুরোদমে প্রচার শুরু করলেন। সকালে হরিপালের নালিকুল বামদেবের মন্দিরে পুজো দিয়ে প্রথমে স্থানীয় একটি প্রেক্ষাগৃহে কর্মীদের নিয়ে বৈঠক করেন। পরে নালিকুল বাজার এবং বাড়ি বাড়ি প্রচার সারেন। বিকেলে আরামবাগের দৌলতপুরেও প্রচার করেন। অরূপ বলেন,‘‘মানুষ তৃণমূলের নানা দুর্নীতি থেকে মুক্তি চেয়ে সরব হচ্ছেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement