Arjun Singh

স্ত্রীর তথ্য ‘গোপন’, অর্জুনের মনোনয়ন বাতিলের আবেদন

তৃণমূল জানিয়েছে, অর্জুনের দুই স্ত্রী। প্রথম স্ত্রী উষা ও দ্বিতীয় স্ত্রী শ্রাবন্তী। প্রথম ও দ্বিতীয় পক্ষের দুই ছেলে যথাক্রমে পবন ও অভিরূপ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ মে ২০২৪ ০৮:২৮
Share:

অর্জুন সিংহ। —ফাইল চিত্র।

নির্বাচনী হলফনামায় ব্যারাকপুরের বিদায়ী সাংসদ তথা এ বারের লোকসভা ভোটেও সেখানকার বিজেপি প্রার্থী অর্জুন সিংহ দাম্পত্য সংক্রান্ত তথ্য ‘গোপন’ করেছেন। এমন অভিযোগ করে নির্বাচন কমিশনের কাছে শুক্রবার অর্জুনের মনোনয়নপত্র বাতিলের দাবি জানাল তৃণমূল কংগ্রেস। বিতর্কের মুখেও অর্জুন অবশ্য অভিযোগে আমল দিচ্ছেন না।

Advertisement

ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিকের বক্তব্য, “বিজেপি প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের দাবি জানিয়েছি আমরা। উনি কেন দ্বিতীয় স্ত্রীর অস্তিত্ব গোপন করেছেন, সেটা আমরা জানতে চাই।” তৃণমূল জানিয়েছে, অর্জুনের দুই স্ত্রী। প্রথম স্ত্রী উষা ও দ্বিতীয় স্ত্রী শ্রাবন্তী। প্রথম ও দ্বিতীয় পক্ষের দুই ছেলে যথাক্রমে পবন ও অভিরূপ। টিটাগড়ের তৃণমূল কার্যালয়ে এ দিন মহিলা তৃণমূলের দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভানেত্রী কেয়া দাস দাবি করেছেন, “২০১৯-এর নির্বাচনী হলফনামায় অর্জুনের দ্বিতীয় বিয়ের উল্লেখ ছিল না। এ বারের দেওয়া তথ্যে শুধু দ্বিতীয় পক্ষের ছেলের নাম উল্লেখ করেছেন উনি!” তাঁরা আইন অনুযায়ী পদক্ষেপ করছেন বলে দাবি করে কেয়ার সংযোজন, “হিন্দু বিবাহ আইনে প্রথম স্ত্রী থাকতেও দ্বিতীয় বিয়ে আইনি নয়। দ্বিতীয় স্ত্রী’কে নির্যাতন করা হয়েছে। আমাদের সঙ্গে উনি যোগাযোগও করেছিলেন।” অর্জুন যদিও এই বিতর্কের মুখে বলছেন, “সস্তার রাজনীতি করছেন ওঁরা। কিছু না পেয়ে মিথ্যা অভিযোগ করছেন।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement