—প্রতীকী ছবি।
লোকসভা নির্বাচনের আগে দলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিতর্ক এড়াতে ব্লক সভাপতি-সহ অন্য নেতাদের সতর্ক করলেন তৃণমূলের জেলা নেতৃত্ব। সদ্য জেলায় বৈঠক ডেকে ব্লক সভাপতি ও স্থানীয় নেতাদের দলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে সংবাদমাধ্যমে মুখ খুলতে নিষেধ করেছেন তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি অরূপ চক্রবর্তী। প্রয়োজনে যে কোনও সমস্যা দলের কাছে নেতা-কর্মীদের জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। অরূপ বলেন, “অনেক সময়ই সংবাদমাধ্যম নেতাদের মন্তব্যের ভুল ব্যাখ্যা করে বিতর্ক তৈরি করছে। এমন ঘটনা যাতে না ঘটে, তার জন্যই ব্লক সভাপতি-সহ দলের নেতাদের সতর্ক করা হয়েছে।”
ঘটনা হল, সপ্তাহখানেক আগে জেলার পাঁচটি ব্লকে তৃণমূলের সভাপতি পদে রদবদল হয়। ওই ঘটনায় কয়েকটি ব্লকে সদ্য প্রাক্তন ও নতুন করে দায়িত্ব পাওয়া ব্লক সভাপতিদের মধ্যে ‘দ্বন্দ্ব’ দানা বাধার ঘটনা সামনে আসে। তৃণমূল সূত্রে খবর, ব্লক স্তরে নেতৃত্বের মনোমালিন্যের বিষয়টি আঁচ পেয়ে তড়িঘড়ি বৈঠক ডেকে প্রকাশ্যে মুখ বন্ধ রাখার নির্দেশ দেন অরূপ। নাম প্রকাশে অনিচ্ছুক তৃণমূলের এক প্রাক্তন ব্লক সভাপতি বলেন, “ভালই কাজ করছিলাম। তার পরেও দল পদ কেড়ে নিয়ে যে পঞ্চায়েত নির্বাচনে দলের বিরুদ্ধে কাজ করেছিল, তাকে ব্লক সভাপতির দায়িত্ব দিয়েছে। কেন এমনটা হল, তার সদুত্তর দল দিতে পারেনি। উল্টে সংবাদমাধ্যমে যাতে কোনও ভাবে মুখ না খুলি, সেই নির্দেশ দিয়েছে।” বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি সুনীলরুদ্র মণ্ডলের কটাক্ষ, “তৃণমূলের কাজকর্মই অনৈতিক। ওদের মধ্যে দ্বন্দ্ব কোনও দিন মিটবে না। নেতৃত্ব যতই নির্দেশ দিক, দ্বন্দ্ব প্রকাশ্যে আসবেই।”
এ দিকে, গত লোকসভা নির্বাচনের পরে থেকে জেলার বহু তৃণমূল নেতা-কর্মীকে বিজেপিমুখী হতে দেখা গিয়েছে। তৃণমূলের দাবি, দলত্যাগী ওই নেতা-কর্মীদের একাংশ এখন ফের ফিরতে চাইছেন। তবে তাদের দলে নেওয়ার আগে লিখিত আবেদন জানানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল নেতৃত্ব। অরূপ জানান, ব্লক ও অঞ্চলস্তরের অনেক দলছুট নেতা-কর্মীই দলে ফিরতে চেয়ে আবেদন জানিয়েছেন। সেই সব আবেদন ব্লক নেতৃত্ব জেলায় পাঠাবেন। জেলার তরফে বিশেষ কমিটি গড়ে আবেদনগুলি খতিয়ে দেখা হবে।
অরূপ বলেন, “নতুন করে আবার যারা দলে ফিরবেন, তারা যাতে আগামী দিনে দল-বিরোধী কাজ না করেন, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। শীঘ্রই আমরা জেলাস্তরে একটি বিশেষ কমিটি গড়ে আবেদন খতিয়ে দেখার কাজ শুরু করব। কোথায়, কত আবেদন জমা পড়েছে, ব্লক নেতৃত্ব তা খতিয়ে দেখছে।”