রাজ্যের প্রাক্তন মন্ত্রী সূর্যকান্ত মিশ্র। —ফাইল চিত্র।
আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে কংগ্রেস, আইএসএফ ও বামফ্রন্টের বাইরে থাকা অন্য দলগুলিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন সিপিএমের পলিটব্যুরোর সদস্য তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সূর্যকান্ত মিশ্র। মঙ্গলবার তমলুকে তিনি বললেন, ‘‘আমাদের লক্ষ্য হচ্ছে বিজেপিকে বিছিন্ন এবং পরাস্ত করা। আমাদের রাজ্যে কংগ্রেসকে বলছি, কথা হচ্ছে, আমরা আইএসএফের সঙ্গে কথা বলেছি। বামফ্রন্টের শরিকদের সঙ্গেও কথা হচ্ছে।’’
মঙ্গলবার সিপিএমের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির তরফে নিমতৌড়ি স্মৃতি সৌধের ময়দানে একটি নির্বাচনী কর্মী সভা ছিল। সেখানে সূর্যকান্ত ছাড়াও সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, সিপিএমের জেলা সম্পাদক নিরঞ্জন সিহি এবং জেলা নেতৃত্ব ছিলেন। সভায় সূর্যকান্ত বলেন, ‘‘আমরা সবাইকে বলব, বামফ্রন্ট তো রয়েছেই। বামফ্রন্টের বাইরে আরও যে সব বামদল রয়েছে— সিপিআইএমএল লিবারেশন, তাঁদেরও আমরা বলেছি। এসইউসি’কে বিমান বসু বার্তা পাঠিয়েছেন। বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে বাকি সব দলকে আমরা ঐক্যবদ্ধ করতে চাই।’’
সূর্যকান্ত দাবি করেন, বিজেপি অপরাজেয় নয়। শেষ কয়েকটি বিধানসভার নির্বাচন ধরলে বিজেপি ৪০ শতাংশ ভোট পায়। ১০০ জনের মধ্যে ৪০ জন ভোটার বিজেপিকে ভোট দেন। তাহলে কী করে নরেন্দ্র মোদীর সরকার কেন্দ্রে রয়েছে, সেই প্রশ্ন করেন সূর্যকান্ত। বিভাজনে কাজে লাগিয়েই বিজেপি ক্ষমতায় রয়েছে বলে তাঁর দাবি। নির্বাচনী বণ্ডের বৈধতা দেওযা নিয়েও বিজেপি সরকারের সমালোচানা করেছেন সূর্যকান্ত। তিনি বলেন, ‘‘সুপ্রিম কোর্ট নির্বাচনী বন্ডের মাধ্যমে এই লেনদেনকে অসাংবিধানিক বলে রায় দিয়েছে। তথ্য প্রকাশ হলে সাধারণ মানুষের কাছে পরিষ্কার হবে বিজেপি কতটা দুর্নীতিগ্রস্ত দল।’’ তৃণমূলকেও আক্রমণ করে সূর্যকান্ত বলেন, ‘‘৩০ হাজার কোটি টাকা লুট করেছে এই রাজ্যের তৃণমূল সরকার। চাকরি বিক্রি, কয়লা, বালি— সবেতেই এরা চুরি করেছে। তৃণমূলের হাফ ডজন নেতা-মন্ত্রী জেলে রয়েছেন।’’