যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। — ফাইল চিত্র।
লোকসভা ভোটে বাম ও আইএসএফ-এর মধ্যে আসন সমঝোতা শেষ পর্যন্ত হয়নি। কিন্তু যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে ভাঙড় বিধানসভা কেন্দ্র রয়েছে আইএসএফ-এর দখলে। সেখানকার আইএসএফ কর্মীদের তৃণমূল ও বিজেপির মধ্যে লড়াইয়ে তাঁদের পাশে থাকার জন্য আর্জি জানালেন যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। যদিও পাল্টা কটাক্ষ করেছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। সৃজন রবিবার বলেন, “আমি ভাঙড়ের আইএসএফ কর্মীদের জন্য আছি। যাদবপুর জুড়ে আমাদের লড়াই। আইএসএফ-এর কর্মী, সমর্থকেরা আসুন, সাহায্য করুন। ভোট কাটাকাটিতে তৃণমূল, বিজেপি সাহায্য পেয়ে গেলে, সেটা মানুষের জন্য এবং আইএসএফ সমর্থকদের জন্যও ভাল হবে না।” এই প্রেক্ষিতে নওশাদের যদিও পাল্টা দাবি, “ভোট কাটাকাটির খেলায় মেতেছে বামফ্রন্ট। কংগ্রেস সর্বপ্রথম! তারা হয়তো চাইছে না, বাংলা থেকে বিজেপি ও তৃণমূলকে নির্মূল করা হোক।” তাঁর সংযোজন, “মিষ্টি মিষ্টি কথা বলে সমস্যার সমাধান হয় না। আমরা বার বার বলেছিলাম, যাদবপুর প্রয়োজনে আমরা ছেড়ে দেব। সৃজনবাবুকে কী ভাবে সংসদে পাঠানো যায়, সেই গুরুদায়িত্ব কাঁধে তুলে নেব। কিন্তু দুঃখের বিষয়, তাঁরা সেই কাজ করলেন না।” সমঝোতা না হওয়ার পরে যাদবপুরে প্রার্থীও দিয়েছে আইএসএফ।