—প্রতীকী চিত্র।
হাওড়া জেলার ১৬টি ভোটগ্রহণ কেন্দ্রকে মডেল হিসাবে তৈরি করা হচ্ছে। থাকবে খেলনায় সাজানো শিশুদের ক্রেশ। তাদের দেখাশোনায় থাকবেন প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবক। জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, শিশুকে নিয়ে আসা মহিলা ভোটদাতাদের জন্য এই ব্যবস্থা।
জেলা নির্বাচন দফতর সূত্রের খবর, রোদ-বৃষ্টি থেকে বাঁচাতে থাকছে আচ্ছাদন। অসুস্থ হলে থাকছে ঘর। প্রাথমিক চিকিৎসায় থাকবে মেডিক্যাল বুথ, হুইলচেয়ার। থাকবে দিক নির্দেশক বোর্ড।
২০ মে, সোমবার রাজ্যের অন্যান্য জায়গার সঙ্গে ভোট হবে হাওড়া সদর ও উলুবেড়িয়া কেন্দ্রে। হাওড়ায় ভোটদাতার ৪১ লক্ষ ১৬ হাজার ৩৩১। এঁদের মধ্যে মহিলা ভোটদাতা ২০ লক্ষ ১৪ হাজার ৪৪৬ জন। এই দুই কেন্দ্রে ভোটগ্রহণ কেন্দ্র ৪৩৯৫। দায়িত্বপ্রাপ্ত এক নিবার্চনী আধিকারিক বলেন, ‘‘যোগেশচন্দ্র বালিকা বিদ্যালয়, নরসিংহ দত্ত কলেজের মতো বড় এলাকার কেন্দ্রগুলিকে মডেল করা হবে।’’