নির্বাচন কমিশনার রাজীব কুমার। ছবি: পিটিআই।
অপরাধের ‘রেকর্ড’ থাকা ব্যক্তিকে প্রার্থী হিসাবে বাছলে রাজনৈতিক দলগুলিকে তার ব্যাখ্যা দিতে হবে, ভোট ঘোষণার আগে এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট প্রার্থীদেরও সংবাদমাধ্যমে অন্তত তিন বার নিজেদের সম্পর্কে তথ্য প্রকাশ করতে হবে। সেই সঙ্গে দলগুলিকে ব্যাখ্যা করতে হবে, কেন অপরাধের ‘রেকর্ড’ থাকা সত্ত্বেও তাঁদের প্রার্থী হিসাবে নিয়োগ করা হল।
শনিবার নির্বাচন কমিশনার রাজীব কুমার সাংবাদিক বৈঠক করে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছেন। দেশে সাত দফার নির্বাচন শুরু হবে ১৯ এপ্রিল থেকে। ভোটগ্রহণ প্রক্রিয়া চলবে ১ জুন পর্যন্ত। ভোটের ফলাফল জানা যাবে ৪ জুন। নির্ঘণ্ট ঘোষণার আগে কমিশনার সাংবাদিক বৈঠকে ভোটের নিয়মকানুন জানান। সেখানেই বলেন, ‘‘সব রাজনৈতিক দলকে অপরাধের ‘রেকর্ড’ থাকা প্রার্থীদের টিকিট দেওয়ার কারণ ব্যাখ্যা করতে হবে। প্রার্থীদের অন্তত তিন বার সংবাদমাধ্যমে নিজেদের তথ্য প্রকাশ করতে হবে।’’
কমিশন জানিয়েছে, সংবাদপত্র-সহ একাধিক গণমাধ্যমে পর পর তিন বার প্রার্থীরা নিজেদের সম্পর্কে তথ্য প্রকাশ করবে। দলগুলিও তাঁদের টিকিট দেওয়ার কারণ ব্যাখ্যা করবে। তথ্য আপলোড করা হবে দলগুলির ওয়েবসাইটেও।
কমিশন আরও জানিয়েছে,স্থানীয় দৈনিক সংবাদপত্র এবং সর্বভারতীয় দৈনিক সংবাদপত্রে অপরাধের অভিযোগ-সহ প্রার্থীদের তথ্য প্রকাশ করবে রাজনৈতিক দলগুলি। ভোটারেরা প্রার্থীদের সম্পর্কে জানতে পারবে কেওয়াইসি অ্যাপ্লিকেশনে।