প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। — ফাইল চিত্র।
‘‘যান, জিতে আসুন। খুব জলদি দেখা হবে আপনাদের সঙ্গে।’’ লোকসভা নির্বাচনের আগে শেষ মন্ত্রী পরিষদের বৈঠকের শেষে বক্তব্য রাখতে গিয়ে সতীর্থদের এই বলেই উৎসাহিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
লোকসভা নির্বাচনের আগে আজই ছিল শেষ কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের বৈঠক। আজকের ওই বৈঠকে যোগ দেন সমস্ত কেন্দ্রীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। সূত্রের মতে, বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে যে সব মন্ত্রীরা টিকিট পাচ্ছেন, তাঁদের জিতে আসার শুভেচ্ছাবার্তা দেন মোদী। বলেন, ‘‘জিতে আসুন। খুব দ্রুত দেখা হবে আপনাদের সঙ্গে।’’ পাশাপাশি লোকসভার প্রচারে গিয়ে নেতা-মন্ত্রীদের সতর্ক থাকার পরামর্শ দেন মোদী। বিশেষ করে জনতার সঙ্গে মিশতে গিয়ে বা তাঁদের মধ্যে প্রচারে গিয়ে বাক্সংযমের উপরে জোর দিতে মন্ত্রীদের পরামর্শ দেন তিনি। বিতর্ক এড়াতে মন্ত্রীদের কেবল সরকারি প্রকল্পের প্রচারের উপর জোর দিতে বলেন। সূত্রের মতে, আজ মোদী তাঁর সতীর্থদের ডিপফের প্রযুক্তি সম্পর্কেও সাবধান করে দেন।
আজকের বৈঠকে মূলত ‘বিকশিত ভারত-২০৪৭’-সংক্রান্ত নথিকেন্দ্রিক আলোচনা হয়। মোদী জানিয়েছেন, বিকশিত ভারত বলতে সরকার কী ভাবছে, তার ঝলক আগামী জুন মাসের পূর্ণাঙ্গ বাজেটে দেখতে পাওয়া যাবে। সূত্রের মতে, মোদী বলেন, গত প্রায় তিন বছর ধরে ২৭০০টি সভা, আলোচনাসভায় এ প্রসঙ্গে আলোচনা হয়েছে। যাতে অংশ নিয়েছেন বিভিন্ন রাজ্যের প্রতিনিধি, আমলা, শিক্ষাবিদ, শিল্প ও বণিক মহল, বৈজ্ঞানিক ও ব্যবসায়ী সংস্থা। ৪৫০টি সুপারিশ বিকশিত ভারত নথিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। মোদীর মতে, যা ভারতের আগামী দিনের উন্নয়নের রোডম্যাপ হতে চলেছে।