PM Narendra Modi

ডেয়ারি শিল্পের বৃদ্ধি নিয়ে প্রচার মোদীর

আমদাবাদে নিজের নামাঙ্কিত নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ‘গুজরাত কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন’-এর পঞ্চাশ বছর পূর্তি উৎসবে প্রধানমন্ত্রী মোদী বললেন, “ক্ষুদ্র কৃষকদের কল্যাণই আমাদের লক্ষ্য।”

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৪ ০৬:৪৫
Share:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই।

পঞ্জাব-হরিয়ানায় ফসলের বর্ধিত দাম চেয়ে মোদী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে কৃষকরা পথে নেমেছেন। এমন পরিস্থিতিতে আজ আমদাবাদে নিজের নামাঙ্কিত নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ‘গুজরাত কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন’-এর পঞ্চাশ বছর পূর্তি উৎসবে প্রধানমন্ত্রী মোদী বললেন, “ক্ষুদ্র কৃষকদের কল্যাণই আমাদের লক্ষ্য।” এ-ও বলেন, “গবাদি পশুপালকদের উন্নয়নের জন্য এই সব সংস্থা যে ভাবে কাজ করছে, তা সমবায় ও সংস্থার শক্তিই প্রমাণ করে।”

Advertisement

এ দিন গুজরাতেরই অন্য একটি অনুষ্ঠানে সরাসরি কংগ্রেসকে নিশানা করেন মোদী। বলেন, “আপনারা দেখেছেন, কী ভাবে কংগ্রেসিরা মোদীর জাতিগত পরিচয়কে অপমান করেছে? তারা ভুলে গিয়েছে, যত অপমান করবে, আমাদের ৪০০ পার করার সংকল্প তত দৃঢ় হবে। যত কাদা তারা ছেটাবে, তত সতেজ ভাবে ৩৭০টি পদ্ম ফুটবে। ভবিষ্যতে মোদীকে অপমান করা ছাড়া দেশে কংগ্রেসের কোনও কাজ থাকবে না।” দেশের ডেয়ারি শিল্পের বৃদ্ধি নিয়ে আজ সরব হয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, “আন্তর্জাতিক ক্ষেত্রে যখন ডেয়ারি শিল্পের বৃদ্ধি হচ্ছে ২ শতাংশ, তখন আমাদের দেশে তার বৃদ্ধির হার ৬ শতাংশ। গত দশ বছরে ভারতে দুধ উৎপাদন বেড়েছে ৬০ শতাংশ। জনপ্রতি দুধের জোগানও বেড়েছে ৪০ শতাংশ।” নারীশক্তিকে দেশের ডেয়ারি শিল্পের মেরুদণ্ড বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।

গুজরাতের বস্ত্রশিল্পের উন্নতির কথা উল্লেখ করে মোদী বলেন, “আজ ভারত এই শিল্পক্ষেত্রে বিশ্বের বৃহত্তম উৎপাদনকারী ও রফতানিকারী। যখন দুর্নীতি, স্বজনপোষণ রাজনীতির লক্ষ্য হয়ে দাঁড়িয়েছিল, তখন দেশের ঐতিহ্য বাঁচিয়ে রাখতে উদ্যোগী হননি নেতারা। আজ দেশের বাচ্চারা বলছে, মোদীর গ্যারান্টি মানে, গ্যারান্টি পূরণ হওয়ার গ্যারান্টি! ”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement