ভোটপ্রচারে প্রাক্তন জেডিইউ বিধায়ক। ছবি: সংগৃহীত।
১৫ দিনের জন্য জেলমুক্তি! লোকসভা ভোটের মধ্যে জেল থেকে বেরিয়েই প্রচারে নেমে পড়লেন নীতীশ কুমারের দলের প্রাক্তন বিধায়ক অনন্তকুমার সিংহ। রবিবার সকালেই ১৫ দিনের জন্য প্যারোলে মুক্তি পেয়ে পটনার বেউর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে বেরোন তিনি। ফুলের মালা, ঢোল নিয়ে জেলবন্দি নেতাকে স্বাগত জানান অনুগামীরা। ভোটের মধ্যেই এই ঘটনাকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। বিহারের এনডিএ জোটকে আক্রমণ শানিয়েছে বিরোধী শিবির।
অনন্তকুমার বিহারের মোকামা বিধানসভা কেন্দ্রের পাঁচ বারের প্রাক্তন বিধায়ক। রবিবার তিনি মুঙ্গের কেন্দ্রের জেডিইউ প্রার্থী রাজীবরঞ্জন সিংহ ওরফে লল্লনের হয়ে প্রচার করেন। মোকামা মুঙ্গের লোকসভা কেন্দ্রের অন্তর্গত।
রবিবার মুঙ্গের কেন্দ্রের অন্তর্গত আর এক লোকসভা কেন্দ্র বাড় থেকে রোড-শো শুরু করেন অনন্তকুমার। চোখে কালো সানগ্লাস পরে, গলায় গাঁদাফুলের মালা দিয়ে হাতজোড় করে ভোটভিক্ষা করতে দেখা যায় তাঁকে। জেডিইউ সমর্থকেরা তাঁর নামে জয়ধ্বনি দেন।
২০২০ সালে বিধানসভা নির্বাচনে লালুপ্রসাদ যাদবের দল আরজেডির টিকিটে জয়ী হন তিনি। তার পর একটি অস্ত্র মামলায় দোষী সাব্যস্ত হন তিনি। দশ বছরের কয়েদবাসের সাজা হয় তাঁর। অবশ্য জেডিইউ শিবিরের বক্তব্য, জেলবন্দি অনন্তকুমারের জনপ্রিয়তা কম নয়। তাঁকে সবাই ‘ছোটে সরকার’ বলেই চেনে। তাঁর জনপ্রিয়তাকেই ভোটে কাজে লাগাতে চাইছে নীতীশের দল।