পরিবারে শোকের ছায়া। — নিজস্ব চিত্র।
ভোট দিতে যাওয়ার পথে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম কার্তিক ঘড়ুই (৪৫)। বাড়ি পূর্ব বর্ধমানের গলসির খানো গ্রামে। মৃতের পরিবারের দাবি, কার্তিক এমনিতেই অসুস্থ ছিলেন। শনিবার ভোট দিতে যাওয়ার পথে বাড়ির কাছে পুকুরপাড়ে পড়ে যান। লোকজন তাঁকে বাড়িতে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়।
বিষ্ণুপুর লোকসভার অন্তর্ভুক্ত খণ্ডঘোষ বিধানসভার মধ্যে পড়ে গলসির খানো গ্রাম। শনিবার সেখানে ভোট। এ দিন খানো ২ নম্বর প্রাথমিক বিদ্যালয়ের ৩১ নম্বর বুথে কার্তিক ভোট দিতে যাচ্ছিলেন বলে পরিবারের সদস্যেরা জানান। বিএলও কৃষ্ণ নন্দী চৌধুরী বলেন, ‘‘আমি ঠিক জানি না, কী করে তিনি মারা গিয়েছেন। আমি বাড়িতে বুথস্লিপ দিতে গিয়ে জানতে পারি উনি অসুস্থ। তবে আমি এ দিন ভোটের কাজে বুথে আছি। সুতরাং তাঁর ঠিক কোথায় মৃত্যু হয়েছে, তা আমার পক্ষে বলা সম্ভব নয়।’’
কার্তিক ছিলেন পেশায় ক্ষেতমজুর। তাঁর আত্মীয় উত্তম মাঝি বলেন, ‘‘অসুস্থ ছিলেন। আমরা বাড়ি থেকে তাঁকে ভোট দিতে যেতে বারণ করেছিলাম। কিন্তু উনি কথা শোনেননি। প্রচণ্ড রোদে, মাঝরাস্তায় পড়ে যান। পাড়া-প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে বাড়িতে নিয়ে এলে মৃত্যু হয়।’’ একই কথা বলেন কার্তিক ঘড়ুইয়ের আর এক আত্মীয় সুরেন্দ্র মাঝিও। এই ঘটনায় লেগেছে রাজনীতির রং। ইতিমধ্যেই, স্থানীয় বিজেপি নেতা রিন্টু রায়ের দাবি, মৃত কার্তিক বিজেপি সমর্থক ছিলেন। তিনি বলেন, ‘‘দীর্ঘ দিন ধরে কার্তিক ঘড়ুই আমাদের দলের সঙ্গে যুক্ত ছিলেন।’’