Hiran jabs Dev

‘ভোট কোথায়? শুধু পাগলু ডান্স হয়েছে!’ দেবের দিকে আঙুল তুলে কেশপুরে পুনর্নির্বাচন চাইলেন হিরণ

ঘাটাল লোকসভা কেন্দ্রে বিকেলের মধ্যেই ভোট পড়েছে প্রায় ৭১ শতাংশ। কিন্তু তাতে খুশি নন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। কেশপুরে পুনর্নির্বাচন দাবি করলেন তিনি। কটাক্ষ করলেন প্রতিদ্বন্দ্বী দেবকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

ঘাটাল শেষ আপডেট: ২৫ মে ২০২৪ ১৭:০৭
Share:

হিরণ চট্টোপাধ্যায়। —নিজস্ব চিত্র।

ভোটগ্রহণ প্রায় শেষ পর্যায়ে। শুধু ঘাটাল লোকসভায় প্রায় ৭১ শতাংশ ভোট পড়েছে। কিন্তু, খুশি নন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। কেশপুর এলাকায় আবার নির্বাচনের দাবি করে তৃণমূল প্রার্থী দেবকে কটাক্ষ করলেন তাঁর অভিনীত সিনেমার নাম দিয়ে। হিরণের কথায়, ‘‘ভোট কোথায় হল! এখানে তো পাগলু ডান্স হয়েছে। আগুন জ্বালিয়ে লাঠি নিয়ে পাগলুরা (পড়ুন তৃণমূল কর্মী) ডান্স করেছে।’’ পাশাপাশি, নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন বলেও জানালেন বিজেপি প্রার্থী।

Advertisement

ঘাটাল লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় ভোট শুরুর পর থেকে গন্ডগোলের খবর পাওয়া গিয়েছে। নানা জায়গায় হিরণকে ঘিরে বিক্ষোভ হয়েছে। কেশপুরে গিয়ে দীর্ঘ ক্ষণ আটকে ছিলেন তিনি। দিনভর ঘাটালের নানা জায়গায় প্রায় ছুটে বেড়িয়েছেন। তার চেয়ে বেশি বিক্ষোভের মুখে পড়েছেন বিজেপি প্রার্থী। কখনও কেন্দ্রীয় বাহিনী, কখনও তৃণমূল, কখনও পুলিশের দিকে আঙুল তুলেছেন বিজেপি প্রার্থী। কিন্তু কেশপুরে ‘যে ভাবে’ ভোট পড়েছে, তা নিয়ে খুশি নন তিনি। হিরণ জানান, বিকেল ৪টে নাগাদ ভোট প্রায় শেষের মুখে। তখনও ১৫ শতাংশ ভোট হওয়া বাকি ছিল।

ভোটের প্রায় শেষ দিকে হিরণ মন্তব্য করেন, ‘‘এটা পশ্চিমবঙ্গ বলে কি মনে হচ্ছে? এটা আফগানিস্তান না পাকিস্তান?’’ তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘‘রাত্রিবেলা ভাঙচুর করবে আমাদের কর্মীদের বাড়ি। শনিবার রাতে তো ভাঙচুর করেছে মণ্ডল সভাপতিদের বাড়ি। ওরা জানে, এ ভাবে ভোট না-করতে পারলে জেতার কোনও সম্ভাবনা নেই।’’ হিরণ জানান, ৮৫ শতাংশ ভোট পড়লে মোটের উপর বোঝা যাবে যে, ভোট ঠিকঠাক হয়েছে।

Advertisement

অন্য দিকে, কেশপুরে যাবতীয় অশান্তির জন্য হিরণকেই দায়ী করেন দেব। তাঁর দাবি, বিজেপি প্রার্থী উস্কানি দিচ্ছেন ‘সন্ত্রাসে’। বিকেলে তৃণমূল প্রার্থীকে নিয়ে উচ্ছ্বাসে মাতেন তৃণমূল কর্মীরা। ভোট শেষের খানিক আগেই প্রায় ‘বিজয় উৎসব’ শুরু হয়ে যায় ঘাটালের তারকা প্রার্থীকে নিয়ে। সবুজ আবির মাখানো হয় তৃণমূল প্রার্থীকে। গলায় পরিয়ে দেওয়া হয় বিশাল ফুলের মালা। সেই উচ্ছ্বাস নিয়ে দেব বলেন, ‘‘রোদ-বৃষ্টিতে গত কয়েক দিন ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের কর্মীরা। আজ তো ওঁদের দিন। ওঁরা মনে করছেন, যা ভোট হয়েছে, তাতে এই আসনে আমরা জয়ী হয়েছি।’’ গলার মালাটি দেখিয়ে হাসতে হাসতে দেব বলেন, ‘‘এটা ভালবাসার মালা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement