Tapas Roy Biman Basu

আলিমুদ্দিনের গেটে ঝুলছে সেই বোর্ড, তা-ও কী ভাবে ভিতরে গিয়ে বিমানের সঙ্গে দেখা হল বিজেপির তাপসের?

সিপিএম রাজ্য দফতরের দোতলায় বিমানের ঘরে যান তাপস এবং উত্তর কলকাতার জেলা বিজেপির সভাপতি তমোঘ্ন ঘোষ। বিমানের সঙ্গে ছিলেন আর এক সিপিএম নেতা সুখেন্দু পাণিগ্রাহী।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৪ ১৮:৫১
Share:

(বাঁ দিকে) বিমান বসু। তাপস রায় (ডান দিকে)। —গ্রাফিক শৌভিক দেবনাথ।

গত বছর পুজোর পরে সব রাজনৈতিক দলের দফতরে গিয়ে বিজয়ার শুভেচ্ছা জানানোর কর্মসূচি নিয়েছিল অখিল ভারতীয় হিন্দু মহাসভা। কিন্তু হিন্দুত্ববাদীরা যাবেন শুনেই আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএম দফতরের একটি পোস্টার ঝুলিয়ে দেওয়া হয়েছিল। যাতে লেখা ছিল— ‘এখানে সবাইকে স্বাগত। কেবল সাম্প্রদায়িক, জাতিবাদী, ধর্মান্ধরা নন।’ সেই বোর্ড এখনও ঝুলছে। তবে তার পরেও সোমবার সিপিএম রাজ্য দফতরে গিয়ে প্রবীণ নেতা তথা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর সঙ্গে দেখা করে এলেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়।

Advertisement

কী ভাবে সম্ভব হল?

সিপিএম সূত্রে খবর, দুপুরেই সাংবাদিকদের মারফত দলের নেতৃত্ব জানতে পারেন, তাপস রায় যাবেন। সেই সময়ে বিমান বসুর কাছে জানতে চাওয়া হয়, কী করা হবে? যে ভাবে অখিল ভারতীয় হিন্দু মহাসভাকে মুজফ্‌ফর আহমেদ ভবনের দুয়ার থেকেই ফিরিয়ে দেওয়া হয়েছিল, এ বারও কি তেমনই করা হবে? সিপিএম সূত্রে জানা গিয়েছে, বিমান তেমনটা চাননি। তিনি দলের নেতাদের বলেন, তাপস ভোট চাইতে আসছেন। বিমান নিজে উত্তর কলকাতার ভোটার। তাঁর ঠিকানাও ওই পার্টি অফিস। আলিমুদ্দিন স্ট্রিট পড়ে উত্তর কলকাতা লোকসভার মধ্যে। ফলে তাপসকে ফিরিয়ে দিলে অভব্যতা হবে। অসৌজন্যের নজির তৈরি হবে। হিন্দু মহাসভা আর তাপসের প্রেক্ষিত ভিন্ন।

Advertisement

এর পর তাপস যান। দোতলায় বিমানের ঘরে যান তাপস এবং উত্তর কলকাতার জেলা বিজেপির সভাপতি তমোঘ্ন ঘোষ। বিমানের সঙ্গে ছিলেন আর এক সিপিএম নেতা সুখেন্দু পাণিগ্রাহী। বেরিয়ে এসে তাপস বলেন, ‘‘বিমানদা আমাদের রাজ্যের বর্ষীয়ান এবং শ্রদ্ধেয় নেতা। তাঁর আশীর্বাদ নিতে এসেছিলাম।’’ উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস বলেন, ‘‘বিমানদা পরামর্শ দিয়েছেন, গরমে কী ভাবে সুস্থ থাকতে হবে।’’ তবে কোনও রাজনৈতিক পরামর্শ বিমান দেননি বলেই তাপস জানিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement