দেব (বাঁ দিকে), মমতা (ডান দিকে)। —ফাইল চিত্র।
ক’দিন আগেই দেবের সমর্থনে ঘাটাল শহরে রোড শো করে গিয়েছেন তৃণমূলের সবর্ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ বার দলের তারকা প্রার্থীর সমর্থনে সভা করবেন মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল সূত্রের খবর, ২৬ এপ্রিল পিংলার মুন্ডমারি মাঠে সভা করার কথা মুখ্যমন্ত্রীর। পিংলা থেকে তিনি ওই দিনই ঝাড়গ্রাম লোকসভার অধীন গড়বেতাতেও সভা করবেন বলে জানা গিয়েছে। দিনক্ষণ চূড়ান্ত হতেই শুরু হয়েছে সভার প্রস্তুতি। শুক্রবার জরুরি বৈঠক করে ঘাটাল সাংগাঠনিক জেলা তৃণমূল। সভায় রেকর্ড জমায়েতের লক্ষ্যে তোড়জোড় শুরু হয়েছে।
মন্ত্রী মানস ভুঁইয়া মানছেন, “২৬ এপ্রিল পিংলায় দেবের সমর্থনে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন গড়বেতাতেও একটি সভা করবেন মুখ্যমন্ত্রী। শুক্রবার মুখ্যমন্ত্রীর সভার প্রস্তুতি বৈঠক হয়েছে। সেখানে ঘাটাল সাংগাঠনিক জেলার বিধায়করা, দলের গুরুত্বপূর্ণ কর্মকর্তা এবং ব্লক সভাপতিরা
উপস্থিত ছিলেন।”
লোকসভা ভোটের প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরে দেব নিজেই লাগাতার প্রচার চালাচ্ছেন। দলের কোন্দল, নেতাদের মান-অভিমান সঙ্গে নিয়েই ঘাটাল লোকসভার অধীন সব বিধানসভা এলাকায় প্রথম পর্যায়ের প্রচার সেরে দ্বিতীয় পর্যায়ের প্রচার শুরু হয়েছে। গত ৪ এপ্রিল দেবকে পাশে নিয়ে ঘাটালে রোড শো করেন অভিষেক। পথসভাও হয়। দেবকে ৩ লক্ষাধিক ভোটে জেতানোর আহ্বান জানিয়ে গিয়েছেন তৃণমূলের সবর্ভারতীয় সম্পাদক। এরপরই দেবকে ‘ঘাটাল মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন’ ঘোষণা করে ঘাটাল শহরে বড় বড় হোর্ডিং টাঙিয়েছে তৃণমূল।
এ বার তাঁর সমর্থনে ঘাটাল লোকসভার অধীন পিংলায় সভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৬ এপ্রিল সবং-পিংলার সীমানায় মুন্ডমারি স্কুলমাঠে মুখ্যমন্ত্রীর ওই সভা হওয়ার কথা বেলা বারোটায়। সেখানে দেবও থাকবেন। তারপর গড়বেতায় যাবেন মুখ্যমন্ত্রী ঝাড়গ্রাম কেন্দ্রের তৃণমূল প্রার্থীর সমর্থনে নির্বাচনী জনসভা করতে।
শুক্রবার মেছোগ্রামে তৃণমূলের ঘাটাল সাংগাঠনিক জেলা কমিটির এক জরুরি বৈঠক হয়। সেখানে ছিলেন দুই মন্ত্রী মানস ভুঁইয়া ও শিউলি সাহা, বিধায়ক মমতা ভুঁইয়া, জেলা সভাপতি আশিস হুতাইত, যুব সভাপতি সৌরভ চক্রবর্তী প্রমুখ। ঘাটাল সাংগাঠনিক জেলার চেয়ারম্যান রাধাকান্ত মাইতি, বিকাশ ভুঁইয়া-সহ ঘাটাল লোকসভা এলাকার সব ব্লক সভাপতিরাও হাজির ছিলেন। তৃণমূলের ঘাটাল সাংগাঠনিক জেলা সভাপতি আশিস হুতাইত বলেন, “শুক্রবার প্রাথমিক স্তরের বৈঠক হয়। মুখ্যমন্ত্রীর সভায় বিপুল সংখ্যক কর্মী হাজির থাকবেন।” তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরাও মানছেন, ‘‘দিদি জেলায় আসছেন। ২৬ এপ্রিল তাঁর গড়বেতায় সভা করার কথা।’’ এ দিন থেকে গড়বেতার সভারও প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে। শীঘ্রই জেলা নেতারা সেখানে যাবেন।